এ বছর ভারতের সেরা ব্যাটার। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছিলেন। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকের পর থেকেই স্বপ্নের ফর্মে ছিলেন যশস্বী জয়সওসাল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭১২ রান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই প্রথম ভারতীয় হিসেবে ৭০০ পেরিয়েছিলেন যশস্বী। তবে অস্ট্রেলিয়ায় টেস্ট-পরীক্ষা খুবই কঠিন। পারথেই সেটা টের পেলেন। স্টার্কের দ্বিতীয় ওভারেই শেষ জ্যাজ়বলের সম্ভাবনা।
সদ্য ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া সিরিজ খেলেছে ভারত। বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছেন রোহিতরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। হতাশার মাঝেও ভারতীয় শিবিরে প্রাপ্তি ছিল তরুণদের ব্যাটিং পারফরম্যান্স। সুপারস্টাররা হতাশ করলেও কিউয়ি সিরিজে নজর কেড়েছিলেন যশস্বী, শুভমন গিল, ঋষভ পন্থরা। চোটের কারণে পারথে নেই শুভমন। যশস্বীর শুরুটা হল শূন্যতে।
প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। তরুণ বাঁ হাতি ব্যাটার যশস্বীর দিকে বাড়তি নজর ছিল। শুরুতে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। বিশেষ করে প্রথম ওভারে মিচেল স্টার্কের মতো বিশ্বের অন্যতম সেরা পেসারকে দুর্দান্ত সামলান। কিন্তু লোভ সামলাতে পারলেন না। স্টার্কের দ্বিতীয় এবং ভারতীয় ইনিংসের তৃতীয় ওভার। অস্ট্রেলিয়ার পিচে ড্রাইভের লোভ সামলানো খুবই জরুরি। সেখানেই মিস।
সাত বলে রান আসেনি। ধৈর্য হারালেন যশস্বী। স্টার্কের ডেলিভারিতে অফ ড্রাইভ খেলেছিলেন। যদিও ড্রাইভ খেলার মতো ডেলিভারি নয়। অনেকটাই বাউন্স। ব্যাটের কানায় লেগে স্লিপ কর্ডনে। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা নাথান ম্যাকসোয়েনি ক্যাচ নিতে কোনও ভুল করেননি। পারথের প্রথম ইনিংসে আট বলে শূন্যতেই শেষ যশস্বীর ব্যাটিং।