IND vs AUS 1st Test: এমন কিছু করো না… পারথ টেস্টের আগে গম্ভীরকে মূল্যবান পরামর্শ রবি শাস্ত্রীর

Border-Gavaskar Trophy, Ravi Shastri: শাস্ত্রী সেই পরামর্শই দিলেন ভারতের কোচকে। এমনিতেই গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে কথা উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরে যদি খারাপ ফল হয়, চাপে পড়ে যাবেন গম্ভীর। কাল থেকে শুরু হচ্ছে সিরিজ। তার আগে শাস্ত্রীর পরামর্শ কি কাজে লাগবে?

IND vs AUS 1st Test: এমন কিছু করো না... পারথ টেস্টের আগে গম্ভীরকে মূল্যবান পরামর্শ রবি শাস্ত্রীর
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 4:09 PM

কলকাতা: কঠিনতম সফরের আগে নিজের টিমকে বোঝার চেষ্টা করা উচিত। হঠকারী সিদ্ধান্ত বা ঝুঁকি নিলে কিন্তু ডুবতে হতে পারে। ভারতের কোচ গৌতম গম্ভীরকে পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। তাঁর জমানাতেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। যে কোনও কঠিন সফরের টিম যাতে পারফর্ম করতে পারে, তার জন্য অনেক কিছু। শাস্ত্রী সেই পরামর্শই দিলেন ভারতের কোচকে। এমনিতেই গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে কথা উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরে যদি খারাপ ফল হয়, চাপে পড়ে যাবেন গম্ভীর। কাল থেকে শুরু হচ্ছে সিরিজ। তার আগে শাস্ত্রীর পরামর্শ কি কাজে লাগবে?

শাস্ত্রীর কথায়, ‘প্রথম ব্যাপারটা খুব সহজ, মাথা ঠান্ডা রাখতে হবে। যাতে বাইরের বিষয় তোমার ভিতরে ঢুকে না পড়ে। আর সেই কারণে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যেখান থেকে অপ্রত্যাশিত কোনও কিছুর জন্ম হয়। টিমের প্লেয়ারদের বোঝার চেষ্টা করা উচিত। হয়তো প্লেয়ারদের খারাপ পরিস্থিতিতে দেখছ, হয়তো দেশে কিংবা বিদেশে দেখছ। শুধু এটা মাথায় রাখো, কী করলে একটা প্লেয়ার দাঁড়াতে পারবে। সফল হবে। টিমের পরিস্থিতি বোঝা দরকার, যেখানে একজন প্লেয়ার অন্য জনের থেকে ভালো পারফর্ম করে।’

দীর্ঘ সময় ভারতের কোচিং করিয়েছেন শাস্ত্রী। বিরাট কোহলির মতো প্লেয়ারের সঙ্গে চমৎকার বোঝাপড়া ছিল তাঁর। শাস্ত্রীর জমানাতেই বিরাট অনেক বেশি সফল ছিলেন। যে অভিজ্ঞতা থেকে শাস্ত্রী বলছেন, ‘টিমের সবাইকে বুঝতে আমারও কিন্তু সময় লেগেছিল। গম্ভীর হয়তো আইপিএলের সময় প্রতিপক্ষ হিসেবে দেখেছে। কিছু প্লেয়ারের সঙ্গে হয়তো ম্যাচের সময় ড্রেসিংরুমেও বসেছে। কিন্তু তার বাইরেও অনেক প্লেয়ার রয়েছে, যারা ভিন্ন মানসিকতা, সংস্কৃতি নিয়ে দেশের নানা প্রান্ত থেকে এসেছে। কোচ হিসেবে তোমাকে কিন্তু প্লেয়ারদের গভীর ভাবে বোঝার চেষ্টা করতে হবে। কেউ কেউ চাপা স্বভাবের হয়। সেই তাকেই যদি কোচ ভরসা দেয়, আত্মবিশ্বাস দেয়, সেই ম্যাচ উইনার হয়ে যেতে পারে।’