Shubman Gill: পারথে নেই শুভমন গিল! বিকল্প হিসেবে স্কোয়াডে আসতে পারেন বাঁ হাতি
Border-Gavaskar Trophy: ভারতীয় দল সমস্যায় পড়বে, নতুন করে বলার নেই। রোহিত শর্মা পারথে খেলবেন কি না, এখনও চূড়ান্ত নয়। পরিবর্তিত পরিস্থিতিতে এ দলের সঙ্গে থাকা দেবদত্ত পাড়িক্কালকে টেস্ট স্কোয়াডের সঙ্গে রেখে দেওয়া হতে পারে। আর এক বিকল্প থাকতে পারেন সাই সুদর্শন।
বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই ধাক্কা। পারথ টেস্টে খেলতে পারবেন না শুভমন গিল। ম্যাচ প্র্যাক্টিসে স্লিপে ফিল্ডিংয়ের সময় লো-ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন শুভমন। চেতেশ্বর পূজারা জাতীয় দলে ব্রাত্য। যশস্বীর অভিষেকের পর থেকে তিন নম্বরে ধারাবাহিক খেলে চলেছেন শুভমন। তাঁকে না পেলে ভারতীয় দল সমস্যায় পড়বে, নতুন করে বলার নেই। রোহিত শর্মা পারথে খেলবেন কি না, এখনও চূড়ান্ত নয়। পরিবর্তিত পরিস্থিতিতে এ দলের সঙ্গে থাকা দেবদত্ত পাড়িক্কালকে টেস্ট স্কোয়াডের সঙ্গে রেখে দেওয়া হতে পারে। আর এক বিকল্প থাকতে পারেন সাই সুদর্শন।
ওয়াকায় নিজেদের মধ্যেই তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছিল ভারত। তাতেই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শুভমন। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আঙুলে চিড় ধরা পড়েছে শুভমনের। এই পরিস্থিতিতে তাঁকে খেলানো ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে বাকি টেস্টেও প্রভাব পড়তে পারে। সেই ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বোর্ডের তরফে অবশ্য সরকারি ভাবে এখনও গিলের ছিটকে যাওয়ার কথা জানানো হয়নি।
সিনিয়র টিমের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল ভারত এ দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। ভারত এ-দলের হয়ে খেলেছেন দেবদত্ত পাড়িক্কাল। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন দেবদত্ত। খেলার সুযোগ যদিও হয়নি। তাঁকে রেখে দেওয়া হতে পারে। দ্বিতীয় বিকল্প রয়েছেন বাঁ হাতি সাই সুদর্শন। অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে রান না পেলেও ঘরোয়া ক্রিকেট এবং কাউন্টিতে ধারাবাহিক রান করেছেন সাই।
এই খবরটিও পড়ুন
রোহিত, শুভমন দু-জনকেই না পাওয়া গেলে যশস্বীর সঙ্গে ওপেন করতে পারেন অভিমন্যু ইশ্বরণ। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে তিনে খেলানো হতে পারে। মিডল অর্ডারে আসবেন ধ্রুব জুরেল। বোর্ডের তরফে সরকারি ঘোষণার পরই পরিস্থিতি পরিষ্কার হবে।