Road Accident Alipurduar: কামাখ্যা থেকে ফেরার পথে বড় দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ২৪

Alipurduar: জানা গিয়েছে, আশি জন পর্যটক দু'টি বাসে গুজরাত থেকে অসমের কামাখ্যা গিয়েছিলেন। ফেরার পথে রবিবার ভোরে ফোর লেনের রাস্তা শেষ হওয়ার বিষয়টি চালক বুঝতে পারেননি। বাস নিয়ে ওই পথেই চলতে শুরু করেন। এরপর আচমকা ব্রেক কষেন।

Road Accident Alipurduar: কামাখ্যা থেকে ফেরার পথে বড় দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ২৪
বাস দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 4:45 PM

আলিপুরদুয়ার: বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। দু’টি বাসের সংঘর্ষে আহত ৩৮ জন যাত্রী। এদের মধ্যে আবার চব্বিশ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন। রবিবার কাকভোরে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মজিদখানার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, আশি জন পর্যটক দু’টি বাসে গুজরাত থেকে অসমের কামাখ্যা গিয়েছিলেন। ফেরার পথে রবিবার ভোরে ফোর লেনের রাস্তা শেষ হওয়ার বিষয়টি চালক বুঝতে পারেননি। বাস নিয়ে ওই পথেই চলতে শুরু করেন। এরপর আচমকা ব্রেক কষেন। সেই সময় পিছনে আসছিল আরও একটি পর্যটক বোঝাই বাস। সেই বাসটি এসে প্রথম বাসের পিছনে ধাক্কা মারে।

ঘটনার পর স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, বাস দু’টি গঙ্গাসাগর ও দেওঘর যাচ্ছিল। দু’টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানির ঘটনা না ঘটলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিকিৎসক পরিতোষ মণ্ডল।