পারথ টেস্ট শুরু ২২ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। তার আগে ভারত এ দল দুটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন এ দলের হয়ে খেলেছেন। দ্বিতীয় ম্যাচটিতে খেলেছিলেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলও। পারথ টেস্টে রোহিত শর্মা খেলতে পারবেন কিনা, নিশ্চয়তা নেই। রোহিত না খেললে ওপেন করার কথা রাহুলের। সেক্ষেত্রে মিডল অর্ডারে সরফরাজের জায়গায় ভাবা হচ্ছে ধ্রুব জুরেলকে। রোহিত খেললে সরফরাজের জায়গায় মিডল অর্ডারে রাহুল। তবে ওয়াকায় প্রস্তুতি ম্যাচে রাহুলের চোটে ভারতীয় শিবিরে অস্বস্তি।
ওয়াকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। যা আজ শুরু হয়েছে। সরকারি ম্যাচ না হওয়ায় মূলত ব্যাটারদের প্রস্তুতিতেই নজর। পারথের পেস, বাউন্সি পিচের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ। যদিও প্রস্তুতিতে দাপট ভারতের বোলারদেরই। খাবি খেলেন ব্যাটাররা। এর মাঝেই চিন্তা বাড়ল লোকেশ রাহুলের চোটে। একটি বাউন্সারে কনুইতে চোট লাগে রাহুলের। ঝুঁকি এড়াতেই দ্রুত মাঠ ছাড়েন।
নিজেদের মধ্যে ম্যাচ। তবে পুরো একই তাগিদ নিয়ে খেলার চেষ্টা। ভারতের একাধিক ব্যাটার উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন। যা মোটেই স্বস্তির নয়। ওয়াকায় তিন দিন নেটে প্র্যাক্টিস করেও ম্যাচ প্র্যাক্টিসে যেন করুণ হাল। রাহুলকে অবশ্য ভালো ছন্দেই দেখাচ্ছিল। কিন্তু প্রসিধ কৃষ্ণর হঠাৎ লাফিয়ে ওঠা একটি ডেলিভারিতে কনুইতে চোট পান। দ্রুতই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। রোহিত পারথে না খেললে এবং রাহুল একান্তই রেডি না থাকলে যশস্বীর সঙ্গে ওপেন এবং টেস্ট অভিষেক করবেন অভিমন্যু ঈশ্বরণ।