Rohit Sharma: আর দেরি নয়! পারথেই যোগ দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা

Nov 22, 2024 | 9:50 AM

IND vs AUS 1st Test: ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মন্তব্য করেছিলেন, সন্তান যখন হয়েই গিয়েছে, দ্রুত অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত রোহিত শর্মার। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পর। সমালোচনার মাঝেই কি সিদ্ধান্ত বদলালেন?

Rohit Sharma: আর দেরি নয়! পারথেই যোগ দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা
Image Credit source: PTI FILE

Follow Us

অনেক আগেই ঠিক ছিল অস্ট্রেলিয়ায় শুরুতে কোনও এক টেস্টে খেলবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। বোর্ডের থেকে ছুটিও নিয়ে রেখেছিলেন। সম্ভাবনা ছিল, পারথ টেস্টেই পাওয়া যাবে না তাঁকে। এর কারণ, সে সময় রোহিতের স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। দ্বিতীয় সন্তান হয়েছে তাদের। সেটা পারথ টেস্ট শুরুর অনেক আগেই। রোহিত অবশ্য আরও কিছুটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তাঁর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট মেনেও নেয়। কিন্তু চারিদিক থেকে সমালোচনার ঝড়। আবার অনেকে পাশেও দাঁড়িয়েছেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মন্তব্য করেছিলেন, সন্তান যখন হয়েই গিয়েছে, দ্রুত অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত রোহিত শর্মার। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পর। সমালোচনার মাঝেই কি সিদ্ধান্ত বদলালেন? প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সেই ম্যাচে খেলার কথা। যদিও পারথেই টিমের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা।

সূত্রের খবর, বোর্ডকর্তাদের রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, আর দেরি নয়। দ্রুতই টিমের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা। পারথের তৃতীয় দিন অর্থাৎ ২৪ নভেম্বর পৌঁছনোর কথা রোহিত শর্মা। পারথের প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডারের যা পরিস্থিতি, তা অবশ্য চিন্তারই। রোহিত তাই আগে ভাগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গোলাপি বলে প্রস্তুতি শুরু করে দিতে চান। গত সফরে গোলাপি টেস্টে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত।

Next Article