Shubman Gill: আঙুলে চোট, হঠাৎই শুভমন গিলকে ঘিরে আশঙ্কা!

Nov 16, 2024 | 5:02 PM

Border-Gavaskar Trophy: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ হেরেছে ভারত। ভারতীয় ব্যাটিং লাইন আপ সমালোচনায় বিদ্ধ। তবে সিরিজ হারেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ব্যাটারররা। গত অস্ট্রিলিয়া সফরে বক্সিং ডে টেস্টে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল শুভমনের।

Shubman Gill: আঙুলে চোট, হঠাৎই শুভমন গিলকে ঘিরে আশঙ্কা!
Image Credit source: BCCI

Follow Us

অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পারথ টেস্টের আর এক সপ্তাহও বাকি নেই। হঠাৎ চিন্তা ভারতীয় শিবিরে। নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। প্রথম দিন প্রসিধ কৃষ্ণর শর্টপিচ ডেলিভারিতে কনুইতে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এ বার চোটের তালিকায় যোগ হল শুভমন গিলের নাম। ম্যাচ প্র্যাক্টিসে স্লিপে ফিল্ডিং করছিলেন শুভমন। সে সময়ই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে শুভমনের।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ হেরেছে ভারত। আত্মবিশ্বাসে অনেকটাই পিছিয়ে। ভারতীয় ব্যাটিং লাইন আপ সমালোচনায় বিদ্ধ। তবে সিরিজ হারেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ব্যাটারররা। গত অস্ট্রিলিয়া সফরে বক্সিং ডে টেস্টে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল শুভমনের। তাঁকে পারথ টেস্টের আগে নানা বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে।

এই খবরটিও পড়ুন

যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের পর থেকে তিন নম্বরে ব্যাট করছেন শুভমন। ক্রমশ ভরসা হয়ে উঠেছেন। তেমনই রোহিত প্রথম টেস্টে না খেললে তাঁকে যশস্বীর সঙ্গে ওপেনিংয়েও ভাবা হতে পারে। সেক্ষেত্রে তিনে খেলানো হতে পারে লোকেশ রাহুলকে। মিডল অর্ডারে ধ্রুব জুরেল। কিন্তু শুভমন ফিট হয়ে উঠলে অবশ্য় এত ভাবনার প্রয়োজন নেই। তিনেই ব্যাট করবেন। রোহিতের ব্যাক আপ ওপেনার হিসেবে অবশ্য রয়েছেন অভিমন্যু ঈশ্বরণও।

Next Article