প্রথম ইনিংসে এমন প্রত্যাশাই ছিল। তবে পিচ যেমন কঠিন তেমনই ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। স্নায়ুর চাপও ছিল। দ্বিতীয় ইনিংসে ধ্রুপদী টেস্ট ব্যাটিং। সঙ্গ দিলেন অভিজ্ঞ লোকেশ রাহুল। প্রথম ইনিংসে টেকনোলজির কাছে হার মানতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি নিখুঁত ইনিংস রাহুলের। জুটিতে সেঞ্চুরি পার। বেশকিছু ডেলিভারি ব্যাটের কানায় লাগলেও সফ্ট হ্যান্ডে খেলায় স্লিপ অবধি পৌঁছয়নি। ধৈর্যের খেলায় এগিয়ে যাচ্ছে ভারত।
জসপ্রীত বুমরা টস জিতে ব্যাটিং নেওয়ার পর প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। কিছুটা অবদান রেখেছিলেন নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। মাত্র ১৫০ রানের পুঁজি নিয়েও যে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে, এই প্রত্যাশা যেন কেউ করেনি। তবে ক্যাপ্টেন জসপ্রীত বুমরার প্রথম স্পেলই অজি ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দেয়। প্রথম স্পেলে ৩ উইকেট এবং দিনের শেষ স্পেলে আরও এক উইকেট। দ্বিতীয় দিন নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন জসপ্রীত বুমরা। শেষ অবধি অস্ট্রেলিয়া অলআউট মাত্র ১০৪ রানেই।
দ্বিতীয় ইনিংসে এখনও অবধি নিখুঁত ব্যাটিং ভারতের ওপেনিং জুটির। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট হাফসেঞ্চুরি পেরিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। লোকেশ রাহুলও হাফসেঞ্চুরির কাছাকাছি। এই প্রতিবেদন লেখা অবধি ১০৪ রানের পার্টনারশিপ। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড ছিল ভারতের। সব মিলিয়ে ১৫০ রানে এগিয়ে। আজকের দিনটা এ ভাবে কাটিয়ে দিতে পারলে অস্ট্রেলিয়া শিবিরে চাপ যে আরও বাড়বে, বলার অপেক্ষা রাখে না।