IND vs ENG: কিপিংয়ে নেই বাটলার, স্কাই-গম্ভীরদের চাপে ফেলতে ‘KKR’ ফাঁদ ম্যাকালামের!

Jan 21, 2025 | 4:58 PM

Eden Gardens: ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। সেখানেই জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সূর্যকুমার, সামি, হার্দিকরা।

IND vs ENG: কিপিংয়ে নেই বাটলার, স্কাই-গম্ভীরদের চাপে ফেলতে KKR ফাঁদ ম্যাকালামের!
IND vs ENG: কিপিংয়ে নেই বাটলার, স্কাই-গম্ভীরদের চাপে ফেলতে 'KKR' ফাঁদ ম্যাকালামের!
Image Credit source: X

Follow Us

কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ডের (India vs England) মেগা শো বুধবার। বর্ডার গাভাসকর ট্রফি হারার পর এটাই টিম ইন্ডিয়ার এ বছরের অন্য ফর্ম্যাটের প্রথম অ্যাসাইনমেন্ট। ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। সেখানেই জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সূর্যকুমার, সামি, হার্দিকরা। ইডেনের সঙ্গে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) বিশেষ যোগ রয়েছে। তিনি আইপিএলে কেকেআরের প্রাক্তনী। এ বার সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীরদের চাপে ফেলার জন্য প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করে দিল ইসিবি।

‘গৌতম গম্ভীরের দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করার রাস্তা খুঁজতে হবে আমাদের’, বক্তা ইংল্যান্ডের তিন ফর্ম্যাটের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সোমবার সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে একজন দুর্দান্ত নেতাও বলেছেন কেকেআরের প্রাক্তনী। এ বার কোনও ভাবনা চিন্তার জায়গা না রেখে ম্যাচের আগের দিন ইংল্যান্ডের একাদশ প্রকাশ করে দিলেন।

ইংল্যান্ডের হেড কোচ আগেই জানিয়েছিলেন, এই টি-২০ সিরিজে জস বাটলার উইকেটকিপিং করবেন না। সেই মতো উইকেটকিপার হিসেবে এই সিরিজে দেখা যাবে কেকেআরের প্রাক্তনী ফিল সল্টকে। কেকেআরের হয়ে আইপিএলে খেলার সুবাদে ইডেন সল্টের চেনা। এ বার আইপিএলে অবশ্য সল্টকে আর কেকেআরে নয়, আরসিবির জার্সিতে দেখা যাবে।

এই খবরটিও পড়ুন

স্কাইয়ের ভারতের বিরুদ্ধে এই টি-২০ সিরিজে ক্যাপ্টেন এবং স্পেশালিস্ট ব্যাটার হিসেবে দেখা যাবে বাটলারকে। ইংল্যান্ডের একাদশে স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন আদিল রশিদ। এ ছাড়া একাদশে স্পিন বোলিং অলরাউন্ডার জ্যাকব বেথেল ও লিয়াম লিভিংস্টোন রয়েছেন।

ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের জন্য ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Next Article