Ranji Trophy 2024-25: তিন তারকা নেই, রঞ্জিতে ব্যকফুটে থাকা বাংলার ভরসা সেই অনুষ্টুপ-মুকেশই
Bengal: চলতি রঞ্জি ট্রফির পয়েন্ট টেবলের তিনে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাকফুটে থাকা বাংলা এ বার রঞ্জির পরবর্তী ম্যাচে পাবে না গুরুত্বপূর্ণ তিন তারকাকে।
কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) পরের রাউন্ডের ম্যাচ শুরু হবে ২৩ জানুয়ারি। এলিট-সি গ্রুপের প্রথম স্থানে থাকা হরিয়ানার বিরুদ্ধে নামবে বাংলা (Bengal)। পয়েন্ট টেবলের তিনে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাকফুটে থাকা বাংলা এ বার রঞ্জির পরবর্তী ম্যাচে পাবে না গুরুত্বপূর্ণ তিন তারকাকে। প্রথমত, মহম্মদ সামিকে পাচ্ছে না বাংলা। তিনি যোগ দিয়েছেন জাতীয় দলে। দ্বিতীয়ত, আকাশ দীপকেও পাওয়া যাবে না হরিয়ানার বিরুদ্ধে। এবং তৃতীয়ত অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা। ফলে বাংলার ভরসা সেই অনুষ্টুপ মজুমদার, মুকেশ কুমারই।
দীর্ঘদিন পর ভারতীয় টিমে ফিরলেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে সামিকে। তিনি ছাড়া রঞ্জির পরবর্তী গ্রুপের ম্যাচে আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণকে পাওয়া যাবে না চোটের জন্য। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় টিমের সঙ্গে ছিলেন আকাশ দীপ। তাঁর পিঠে চোট রয়েছে। বর্ডার গাভাসকর ট্রফির সিডনি টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি। বোর্ডের মেডিকেল টিম তাঁকে ২ সপ্তাহের বিশ্রামের কথা বলেছিল। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে তিনি ফিটনেস ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি। ফলে তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানেই রয়েছেন। অন্যদিকে ডান হাতের মধ্যমাতে চোট পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। যে কারণে রঞ্জির দ্বিতীয় পর্বে তাঁর খেলা হবে না।
এই খবরটিও পড়ুন
এরই মাঝে বাংলা রঞ্জি টিমে সুযোগ পেয়েছেন দুই অনূর্ধ্ব-১৯ প্লেয়ার। এক, অঙ্কিত চট্টোপাধ্যায়। দুই, বিশাল ভাটি। অনূর্ধ্ব-১৯ স্তরে এই দুই ক্রিকেটার ভালো পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন বাংলা টিমে। এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে ৫ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট ঝুলিতে এসেছে অনুষ্টুপ মজুমদারের বাংলার।