বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবি। যার জেরে বোর্ডের নানা নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। যদিও বোর্ডের তরফে সরকারি ভাবে তা ঘোষণা করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্তাই নানা সংবাদমাধ্যমে বলেছেন। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন মেজাজ হারাতে দেখা যায় রোহিত শর্মাকেও। এ বার সেই নির্দেশিকা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের সাদা-বলের অধিনায়ক জস বাটলার।
ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিনটি ওয়ান ডে খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইডেন গার্ডেন্সে আগামী কাল টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হচ্ছে। তার আগে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বাটলার। সম্প্রতি ভারতীয় বোর্ডের যে নির্দেশিকা সামনে এসেছে তাতে স্ত্রী-বান্ধবী এবং পরিবার নিয়েও একটি অংশ রয়েছে। যা ভারতীয় ক্রিকেটার মধ্যে অস্বস্তির কারণও। বোর্ডের এই নিয়ম অনুযায়ী, ভারতীয় দল কোনও সফরে গেলে, তা যদি ৪৫ দিনের বেশি সময়ের সফর হয় সে ক্ষেত্রে ১৪ দিনের জন্য় পরিবারকে সঙ্গে রাখার অনুমতি থাকছে। সংক্ষিপ্ত সফর হলে সর্বাধিক এক সপ্তাহ। কী বলছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার?
ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘পরিবারকে সঙ্গে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা এই বয়স। আমরা তো মডার্ন ডে-তে থাকি। পরিবার সঙ্গে গেলে ভালো থাকা যায়। সকলে মিলে সময় কাটানো, আনন্দ করা যায়। আমি মনে করি না, পরিবার সঙ্গে গেলে এর কোনও ক্ষতিকর প্রভাব পড়ে। এটা মানিয়ে নেওয়া কোনও সমস্যাই নয়।’ ইংল্যান্ড অধিনায়ক যে পুরোপুরি পরিবার সঙ্গে রাখার পক্ষে, পরিষ্কারই বলে দিলেন।