Virat Kohli: বিরাটের বোধোদয়! রঞ্জিতে কোহলির খেলার কথা জানিয়ে দিলেন কোচ
Ranji Trophy 2024-25, Delhi vs Railways: অস্ট্রেলিয়া থেকে ফিরেই ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বইয়ের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েন। রঞ্জি ট্রফিতে খেলবেন সকলেই। প্রশ্ন ছিল বিরাট কোহলিকে নিয়ে। সেই প্রশ্নেরও উত্তর মিলল।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থের থেকে আগেই গ্রিন সিগন্যাল মিলেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবি। তার আগে ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের কাছে ক্লিনসুইপ। ব্যাটিং ব্যর্থতা পরিষ্কার ধরা পড়েছে। কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। বোর্ডের তরফে বলা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে। অস্ট্রেলিয়া থেকে ফিরেই ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বইয়ের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েন। রঞ্জি ট্রফিতে খেলবেন সকলেই। প্রশ্ন ছিল বিরাট কোহলিকে নিয়ে। সেই প্রশ্নেরও উত্তর মিলল।
দীর্ঘ ১৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে ধোঁয়াশা ছিল। শোনা যাচ্ছিল, গৃহপ্রবেশের জন্য রঞ্জিতে খেলবেন না। পরে শোনা যায়, বিরাট কোহলির চোট রয়েছে। চোট যে রয়েছে তা আন্দাজ করা যায়। সে কারণেই এখনই ফেরা হচ্ছে না। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, বার্ষিক চুক্তিতে থাকা প্লেয়াররা ফিট থাকলে এবং আন্তজার্তিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। কোহলিকে নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছিল না।
দিল্লির পরবর্তী ম্যাচ সৌরাষ্ট্রর বিরুদ্ধে। যদিও ষষ্ঠ রাউন্ডের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সপ্তম তথা লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে খেলবেন বিরাট কোহলিও। দিল্লি ক্রিকেট সংস্থার তরফেও জানানো হয়েছে বিরাটের খেলার কথা। দিল্লি সপ্তম রাউন্ডের ম্যাচ খেলবে রেলওয়েজের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে এই ম্যাচে দিল্লির জার্সিতে নামতে দেখা যাবে বিরাট কোহলিকেও।
এই খবরটিও পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি। আর রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচ ৩০ জানুয়ারি। চার দিন চললেও তা শেষ হয়ে যাবে ২ ফেব্রুয়ারি। এরপর জাতীয় দলে যোগ দেবেন বিরাট। দিল্লির কোচ শরণদীপ সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি যতদূর জানি, কোহলি রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে খেলবে।’