T20 World Cup 2022: বুমরা নেই বলে বাড়তি চাপ নয়, বলছেন ভারতীয় দলের পেসার

Bhuvneshwar Kumar : এশিয়া কাপে ডেথ ওভারে তাঁর পারফরম্যান্স নিয়ে এত সমালোচনা। তাতে কি কোনও প্রভাব পড়েছে? ভুবি বলছেন...

T20 World Cup 2022: বুমরা নেই বলে বাড়তি চাপ নয়, বলছেন ভারতীয় দলের পেসার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 2:24 PM

সিডনি : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) কিছুদিন আগে ছিটকে যান জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় শিবিরে নিঃসন্দেহে সেটা বড় ধাক্কা ছিল। প্রথম দু-ম্যাচ জেতায় বুমরার অনুপস্থিতি অবশ্য ঢাকা পড়ে গিয়েছে। ভারতীয় শিবিরের অভিজ্ঞ পেসার জানিয়েছেন, বুমরার না থাকাটা বড় ধাক্কা। তাই বলে, বাকিরা বাড়তি কিছু চেষ্টা করবে, তা নয়। নিজেদের পরিকল্পনামাফিকই খেলবে দল। কে রয়েছে, কে নেই সে সব নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আগের দিন নেদারল্যান্ডসকেও হারিয়েছে ভারত। এরপর মিক্সড জোনে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) যা বললেন, তুলে ধরল TV9Bangla

ডেথ ওভারে বুমরার বোলিং আতসকাচের তলায় ছিল। এশিয়া কাপই হোক কিংবা ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। হতাশ করেছেন ভুবনেশ্বর। বিশ্বকাপে তাঁকে ডেথ ওভারে কম ব্যবহার করা হচ্ছে। শুরুর দিকে বোলিংয়ে নজর কাড়ছেন ভুবি। নেদারল্য়ান্ডস ম্যাচের পর বুমরার অনুপস্থিতি প্রসঙ্গে ভুবি বলেন, ‘বুমরা যে ধরনের বোলার, ওর না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তার মানে এই নয়, বুমরা নেই বলেই আমাদের বাড়তি চাপ নিতে হবে।’ সবটাই ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে, এমনটাই মত। ভুবি বলছেন, ‘বুমরা যদি থাকত এবং যদি প্রয়োজন হত, সে ক্ষেত্রেও আমরা বাড়তি কিছু চেষ্টা করতাম। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করছি।’

এশিয়া কাপে ডেথ ওভারে তাঁর পারফরম্যান্স নিয়ে এত সমালোচনা। তাতে কি কোনও প্রভাব পড়েছে? ভুবি বলছেন, ‘এত বছর ধরে খেলছি। এক বার খারাপ পারম্যান্স হয়ে গিয়েছে। যা হয়েছে, তা নিয়ে আর ভাবতে চাই না। সংবাদমাধ্যম, ধারাভাষ্যকাররা অনেক কিছুই বলতে পারে। দল হিসেবে আমরা জানি, এমন ওঠা নামা হতেই পারে। টি-টোয়েন্টি ফরম্যাট বোলার, ব্যাটার সকলের জন্যই কঠিন। এশিয়া কাপ যেহেতু বড় টুর্নামেন্ট ছিল, তাই হয়তো এত চোখে লেগেছে। বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখছি। আমাকে নিয়ে কী লেখা হচ্ছে, কোনও ধারনা নেই।’