Watch Video: বল ছাড়াই বিশাল ছক্কা! মেজাজ হারিয়ে যা কাণ্ড ঘটালেন কার্লোস ব্রেথওয়েট…

Aug 26, 2024 | 2:47 PM

Carlos Brathwaite: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট ২২ গজে হঠাৎ করেই মেজাজ হারালেন। বর্তমানে তিনি ব্যস্ত টি-১০ (T10) লিগে। সেখানে এক ম্যাচ চলাকালীন অত্যন্ত রেগে যান ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন।

Watch Video: বল ছাড়াই বিশাল ছক্কা! মেজাজ হারিয়ে যা কাণ্ড ঘটালেন কার্লোস ব্রেথওয়েট...
Watch Video: বল ছাড়াই বিশাল ছক্কা! মেজাজ হারিয়ে যা কাণ্ড ঘটালেন কার্লোস ব্রেথওয়েট...
Image Credit source: X

Follow Us

কলকাতা: ফের শিরোনামে ক্যারিবিয়ান সুপারস্টার কার্লোস ব্রেথওয়েট (Carlos Brathwaite)। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এ বার ২২ গজে মেজাজ হারালেন। বর্তমানে তিনি ব্যস্ত টি-১০ (T10) লিগে। সেখানে এক ম্যাচ চলাকালীন অত্যন্ত রেগে যান ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বল ছাড়াই এক বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ঠিক কী ঘটেছিল, যে কারণে মেজাজ হারালেন কার্লোস ব্রেথওয়েট? Max60 Caribbean 2024 Qualifier 1 এর ম্যাচে জর্জ টাউনে মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও গ্র্যান্ড কেম্যান জাগুয়ার। জোশুয়া লিটলের একটা ডেলিভারি ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের কাঁধে লাগে। সেই বল সোজা ধরা পড়ে উইকেটকিপারের হাতে। ব্রেথওয়েটের ব্যাটে বিন্দুমাত্র বল লাগেনি। কিন্তু আম্পায়ার তাঁকে আউট দেন। সেই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি ক্যারিবিয়ান তারকা। এরপরই ঘটান সেই কাণ্ড।

আউট হওয়ার পর ক্রিজ ছেড়ে বেরোনোর সময় কার্লোস ব্রেথওয়েট ক্ষোভে ফেটে পড়েন। নিজের টিমের ডাগআউটের কাছাকাছি গিয়ে হেলমেট ব্যাট দিয়ে ছুড়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। ব্যাট দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর জায়গায় ব্রেথওয়েটের হেলমেট গেল পগার পাড়!

উল্লেখ্য, কার্লোস ব্রেথওয়েট ৫ বলে ৭ রান করে আউট হন। তবে ম্যাচটি তাঁর দল জেতে। প্রথমে ব্যাটিং করে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স তোলে ৮ উইকেটে ১০৪ রান। ১০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৬ রানে থামে গ্র্যান্ড কেম্যান জাগুয়ার। যার ফলে ৮ রানে জয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের।

Next Article