কলকাতা: রিঙ্কু সিংকে (Rinku Singh) এ বার থেকে ‘ক্যাপ্টেন সিং’ বলেও ডাকা যাবে। এ কথাই বলাবলি শুরু করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। উত্তরপ্রেদেশের টি-২০ লিগে তাঁর এ বার ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছে। মিরাট ম্যাভেরিক্স রিঙ্কুর নেতৃত্বে কাশি রুদ্রকে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়েছে। ম্যাচের শেষে রিঙ্কুর সাক্ষাৎকার নিতে দেখা যায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে। সেখানে আলিগড়ের নবাব জানান, তাঁর ক্যাপ্টেন্সি অভিষেকের অনুভূতির কথা।
ইন্সটাগ্রাম স্টোরিতে মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন রিঙ্কু সিং একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, সুরেশ রায়না তাঁকে প্রশ্ন করছেন। কিন্তু সেই ভিডিয়োতে ভালো করে শোনা যায়নি রায়না সেই সময় রিঙ্কুকে কী প্রশ্ন করছিলেন। কারণ, চারিদিকে সেই সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা রিঙ্কুর নাম ধরে স্লোগান দিতে থাকেন।
অপর এক ভিডিয়োতে রিঙ্কুকে বলতে শোনা যায়, ‘আমার ভালো লাগছে। প্রথম বার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হচ্ছে। খুবই ভালো লাগছে। বোলাররা অনেক পরিশ্রম করেছে। টিমের বোলাররা দারুণ বল করেছে। ছেলেবেলা থেকে তোমার কাছে অনেক কিছু শিখেছি রায়না ভাই। দলের ছেলেদের আমি এটাই বলি এনার্জি ধরে রাখো। আর নিজের স্ট্রেন্থ অনুযায়ী বল করো।’
উল্লেখ্য, কাশি রুদ্রর বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিঙ্কু। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। ১৯.২ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় কাশির ইনিংস। এরপর ৯ ওভারেই ম্যাচ জিতে নেয় মিরাট। ছয় মেরে দলকে জেতান ক্যাপ্টেন রিঙ্কু সিং।