চেন্নাই সুপার কিংস- ২০২/২ (২০)
সানরাইজার্স হায়দরাবাদ – ১৮৯/৬ (২০)
পুণে: ক্যাপ্টেন ধোনি (MS Dhoni) ফিরলেন, জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস (Chennai super Kings)। একটা অসাধ্য সাধণের লক্ষ্য দল নিয়ে মাঠে নেমেছিলেন মাহি। ক্যাপ্টিন ধোনির দ্বিতীয় ইনিংসের শুরুটা জমিয়ে দিলেন দুই ওপেনার ঋতুরাজ ও কনওয়ে। তাঁদের পার্টনারশিপটাই চেন্নাইকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। প্রয়োজন ছিল এগিয়ে যাওয়ার গতিকে ধরে রাখা। বোলাররা সেই কাজটা করলেন। তুমুল লড়াই করলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ক্রিকেটাররা। কিন্তু ধোনির অধিনায়কত্বের সামনে হার মানতে হল কেন উইলিয়ামসনের দলকে। অরেঞ্জ আর্মিকে ১৩ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। আইপিএলের (IPL 2022) পয়েন্ট টেবিলে জায়গা বদল হল না ঠিকই। কিন্তু ধোনির হাত ধরে চেন্নাই জয়ে ফেরায় চিন্তা বাড়ল বাকি দল গুলোর। কারণ এই চেন্নাই প্লে-অফে উঠতে না পারলেও অন্য অনেকের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
That’s that from Match 46 of #TATAIPL.@ChennaiIPL win by 13 runs against #SRH.
Scorecard – https://t.co/8IteJVPMqJ #SRHvCSK #TATAIPL pic.twitter.com/TuCa1F2mKs
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
টস হেরে প্রথমে ব্যাটিং করাটা এখন সব দলের অভ্যেস। কিন্তু চেন্নাই সুপার কিংস যে অভ্যেসটা হারিয়ে ফেলেছিল, সেটা আজ তারা ফিরে পেল। বিয়ের পর ফিরে এসে ওপেন করতে নামলেন ডেভন কনওয়ে। সঙ্গে গত মরসুমের সুপার হিট তারকা ঋতুরাজ গায়কোয়াড়। ডেভনকে সঙ্গে পেয়ে বদলে গেলেন তিনিও। আইপিএলের সব থেকে ভালো বোলিং অ্যাটাককে নাজেহাল করলেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার। ১৮২ রানের ওপেনিং পার্টনারশিপ। ১৮ নম্বর ওভারে প্রথম উইকেটের দেখা পেল হায়দরাবাদ। ৯৯ রানে নজরাজনের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঋতু। তবে কনওয়েকে আউট করতে পারেননি অরেঞ্জ আর্মির বোলাররা। অপরাজিত ৮৫ রানের ইনিংস খেললেন তিনি। ২০ ওভারে এই দুই ওপেনারের দাপটে ২০২ রান স্কোর বোর্ডে তুলে ফেলল চেন্নাই সুপার কিংস। চেন্নাই ইনিংসের দুটি উইকেটই নিলেন নটরাজন। দুরন্ত ছন্দে থাকা উমরান আজ ৪ ওভারে ৪৮ রান খরচ করলেন।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে শুরু করলেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও অভিষেক শর্মা। ব্যাট হাতে দারুণ শুরু করলেও চেন্নাইয়ের বল হাতে শুরুটা সাদামাটা। প্রথম ছয় ওভারেই ৫৮ রান বোর্ডে তুলে ফেলল অরেঞ্জ আর্মি। পাওয়ার প্লের শেষ ওভারে পরপর দুটি উইকেট হারাল অভিষেক ও রাহুল ত্রিপাঠি। অধিনায়ক কেন ইনিংস টানতে শুরু করলেন এডেন মাক্রমকে সঙ্গে নিয়ে। ১০ নম্বর ওভারে আউট মাক্রম। ম্যাচের ফিরল চেন্নাই সুপার কিংস। উইলিয়ামসনকে প্রিটোরিয়াস ফেরাতেই ম্যাচ নিজেদের দিকে টানতে শুরু করে চেন্নাই। নিকোলাস পুরান একটা চেষ্টা করলেন, কিন্তু সানরাইজার্সকে জয় এনে দিতে পারলেন না। অপরাজিত থাকলেন ৬৪ রানে। ডুর অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা চেন্নাই বড় জয় পেল, কিন্তু একটা চিন্তা ক্যাপ্টেন ধোনির কপালে ভাঁজ ফএলতে বাধ্য। ক্যাচ মিস। আজও একটার পর একটা ক্যাচ ফেললেন চেন্নাই ফিল্ডাররা।
আরও পড়ুন : IPL 2022: রোহিত আউট হতেই অশ্বিনের স্ত্রী প্রীতি হঠাৎ রিতিকার সঙ্গে করলেন এই কাণ্ড!