জোহানেসবার্গ: অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডে (England) সিরিজ জয় আত্মবিশ্বাসের পারদ অনেকটাই চড়িয়েছে। টিমের যা ব্যাটিং ও বোলিং গভীরতা, তাতে যে কোনও দেশে, যে কোনও কন্ডিশনে, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার ক্ষমতা রাখে ভারত। এমনই বলে দিচ্ছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে সিরিজ শুরু বিরাট কোহলিদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও টেস্ট জিততে না পারার ব্যর্থতা এ বার সাফল্যে বদলে ফেলতে পারে রাহুল দ্রাবিড়ের টিম। সেই স্বপ্ন নিয়েই টেস্ট সিরিজ শুরু করতে চাইছে ভারতীয় টিম।
পূজারার কথায়, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় একটা বিরাট বদল এনে দিয়েছে। টিমের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অনেকখানি। এই বিশ্বাসটা টিমে এসেছে যে, বিদেশের মাটিতে আমরা ভালো ফল করতে পারি। আমাদের যা ব্যাটিং ও বোলিং গভীরতা, যে কোনও পরিবেশে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে।’
ফর্মের ধারেকাছে নেই ভারতীয় ব্যাটার। তাঁকে প্রশ্নও উঠতে শুরু করেছে। তিনিও রানে ফেরার জন্য মুখিয়ে আছেন। সেঞ্চুরিয়নে এলগার ডিনের টিমের বিরুদ্ধে প্রথম টেস্ট নামার আগে যা বললেন পূজারা…
এমন একটা ফ্রি বায়ো বাবলে আছি, যেখানে মানসিক ক্লান্তি আসছে না। নিজের মনকে তরতাজা রাখার ক্ষেত্রে এটা খুব কার্যকর। টিমের অনেকেই এর আগে দক্ষিণ আফ্রিকায় খেলেছে। অভিজ্ঞতার ভরপুর। প্রত্যাশা মেটানোর ক্ষমতা আমাদের আছে। আর প্রস্তুতি, আমরা সবাই তৈরি।
অধিকাংশ টিম নিজেদের ঘরের মাঠে ভালো খেলে। দক্ষিণ আফ্রিকাও এর ব্যতিক্রম নয়। নিজেদের মাঠে প্রোটিয়া বোলাররা সত্যিই ভয়ঙ্কর। ওদের মাঠের পেসারদের সামলানো সব সময় চ্যালেঞ্জ। ২০১১ সালে যখন প্রথম সফরে আসি, ডেল স্টেইন আর মর্নি মর্কেল ফর্মের তুঙ্গে ছিল। ২০১৩ ও ২০১৭ সালে আবার এসেছিলাম এই দেশে। এখানকার পিচে পেস ও বাউন্স দুই-ই থাকবে। এই রকম পিচে কি ভাবে খেলতে হয়, জানি। আমাদের টিমের ব্যাটিং ভারসাম্য যথেষ্ট ভালো।
Team confidence ✅
Personal preparation ✅
South Africa challenge ✅@cheteshwar1 covers all bases in this interview with https://t.co/Z3MPyesSeZFull interview ? ? #TeamIndia #SAvIND https://t.co/7ML9NJkYRu pic.twitter.com/7xhLiyJJcA
— BCCI (@BCCI) December 23, 2021
অভিজ্ঞতা যত বাড়ে, তত শেখা যায়। অভিজ্ঞ যে কোনও ক্রিকেটার নিজের প্রস্তুতির উপর ভরসা রাখে। এর আগে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া সফরের সময় যে রকম প্রস্তুতি নিয়েছি, এ বার তাই করেছি। অতীতে যেমন কন্ডিশনে খেলেছি, তার থেকে এ বার কিছুটা ভালো দেখছি। এখানকার পিচে কেমন শট খেলতে হবে, কোন শটগুলো এড়িয়ে যেতে হবে, তা জানি।’
আরও পড়ুন: Best T20I Batters: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সেরা ৯ ব্যাটার