Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপও বলা যায়। এই টুর্নামেন্ট শুরুর পর থেকে টেস্ট ক্রিকেটের জৌলুস বেড়েছে, বলাই যায়। প্রতিটা দলই বিধ্বংসী ক্রিকেটে মন দেয়। টেস্ট ক্রিকেট আর ঘুমপাড়ানি নেই। ব্যাটাররা দাপট দেখানোর চেষ্টা করেন। এর মধ্যেও অবশ্য হতাশা রয়েছে। ২০১৯ সালে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চলছে তৃতীয় সংস্করণ। উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি শূন্য-র হতাশাও বিরাটের দখলেই।
তালিকায় কে কে রয়েছেন? দেখে নেওয়া যাক…
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি শূন্যর নিরিখে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। ৩৭ ইনিংসের মধ্যে ৬ বার শূন্যতে ফিরেছেন বিরাট কোহলি।
- তালিকায় বিরাটের সঙ্গেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোমিনুল হক। ২৯ ইনিংসে তিনিও ৬ বার শূন্য রানে ফিরেছেন।
- দুর্দান্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকে হতাশ করছিলেন তৎকালীন ক্যাপ্টেন। নেতৃত্ব ছাড়তেই বরং দারুণ পারফর্ম করছেন। ক্যাপ্টেন হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ ইনিংসের মধ্যে ৬ বার শূন্য রানে ফিরেছেন জো রুট।
- ছয়ের গেরোর বাইরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ৫৬ ইনিংসের মধ্যে ৫ বার শূন্য রানে ফিরেছেন তিনি।
- অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্সও রয়েছেন তালিকায়। বোলার হলেও তাঁর ব্যাটের হাত খুবই ভালো। অ্যাসেজে একটি ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। ৩৯ ইনিংসে ৪ বার শূন্য রানে ফিরেছেন কামিন্স।
- দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন হিসেবে সীমিত সুযোগ পেয়েছিলেন তেম্বা বাভুমা। ৮ ইনিংসের মধ্যে ৩ বারই শূন্য রানে ফিরেছিলেন তেম্বা।
- দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা প্লেয়ার ডিন এলগার অন্যতম সফল ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্য়াপ্টেন হিসেবে ৩০ ইনিংসে ৩ বার শূন্য রানে ফিরেছেন।
- নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিও সীমিত সুযোগ পেয়েছেন। ক্যাপ্টেন হিসেবে ১৩ ইনিংসের মধ্যে ৩ বার শূন্য রানে ফিরেছেন।
- ইংল্যান্ডের বর্তমান টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস ৪২ ইনিংসে ২ বার শূন্য রানে ফিরেছেন।
- নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন তথা ফ্যাব ফোরের অন্যতম স্তম্ভ, ২২ ইনিংসের মধ্যে ২ বার মাত্র শূন্য রানে ফিরেছেন।