কলকাতা: বাইশ গজে শুধু ব্যাটিং, বোলিংয়েই নয়, ফিল্ডিংয়েও নজর কাড়া যায়। একাধিক ম্যাচে ভালো ফিল্ডিং করে অনেক ক্রিকেটার নজরে চলে আসেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে অনবদ্য সব ফিল্ডিং দেখা যায়। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস (Jonty Rhodes)। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার মাঠে থাকা মানেই অসাধারণ ফিল্ডিং দেখা যেত। এখনও কোনও ক্রিকেট ম্যাচে যখন কোনও ক্রিকেটার ভালো ফিল্ডিং করেন, ভালো ক্যাচ নেন জন্টি রোডসের প্রসঙ্গ ওঠে। এ বার প্রোটিয়া কিংবদন্তি জন্টি জানালেন, তাঁর মতে আধুনিক ক্রিকেটে সেরা ফিল্ডার কে। তিনি নাম নিয়েছেন এক ভারতীয় ক্রিকেটারের।
প্রো ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জন্টি রোডস। এই লিগের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে জন্টি রোডস জানান, তাঁর মতে আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার কে। প্রোটিয়া কিংবদন্তি বলেন, ‘২ জন প্লেয়ার রয়েছে যাঁদের আমার বরাবর ভালো লাগত, যাঁদের প্রশংসা করেছি। সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা। ওরা দু’জন সেরা ভারতীয় ফিল্ডার। যখন আমি আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডারের কথা বলি তখন নিশ্চিত ভাবে রবীন্দ্র জাডেজার নাম বলতে হয়। য়াঁকে আপনারা স্যার জাডেজা বলে ডাকেন।’
জাড্ডুকে কেন সেরা ফিল্ডার হিসেবে বেছে নিয়েছেন জন্টি রোডস? তিনি বলেন, ‘ওকে আমি সেরা ফিল্ডার হিসেবে বেছে নিলাম কারণ, ও মাঠের যে কোনও প্রান্তে ফিল্ডিং করতে পারে। ওকে মিড উইকেটে দাও, লং অনে দাও বা শর্ট কভারে। সব জায়গাতেই ও সাবলীল। ওর পায়ের নড়াচড়া খুব দ্রুত। বল যখন ওর কাছে যায়, ব্যাটারাও ভয় পায়। ফলে শুধু ক্যাচ নেওয়া বা বল ছোড়াই ফিল্ডারদের কাজ নয়। কত তাড়াতাড়ি বলের কাছে কেউ পৌঁছে যাচ্ছে, সেটাই আসল। আর সেখানেই জাডেজা সেরা।’