চেন্নাই : এ বারের আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংসের প্রতিটি ম্যাচে দর্শকরা চাইছেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাটিং উপভোগ করতে। এদিকে ধোনি টপ অর্ডারে তো ব্যাটিংয়ে নামেন না। যে কারণে, মাঝের দিকে যখন চেন্নাইয়ের কোনও ব্যাটার আউট হচ্ছেন, তখন সিএসকে সমর্থকরা দুঃখ পাওয়ার জায়গায় খুশি হচ্ছেন। কারণ একটাই। সেই সময় যে মাহিকে ব্যাট করতে দেখা যাবে। এই বিষয়টি কারও নজর এড়াচ্ছে না। যেমন সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজারও (Ravindra Jadeja) নজরে পড়েছে এই বিষয়টি। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন জাড্ডু। কোনও রাখঢাক না করেই জাডেজা জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে দর্শকরা চাইছেন তিনি যেন তাড়াতাড়ি আউট হয়ে যান। আর এর পিছনে বড় কারণ হলেন মহেন্দ্র সিং ধোনি। আর কী কী বললেন জাডেজা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিল্লিকে হারিয়ে প্লে অফের পথে এক পা বাড়িয়ে রাখল মাহির সিএসকে। ডেভিড ওয়ার্নারের দিল্লির বিরুদ্ধে ব্যাটে-বলে ছাপ রাখেন রবীন্দ্র জাডেজা। যে কারণে ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। ওই ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসতে হাসতে জাডেজা বলেন, ‘আমি সাত নম্বরে ব্যাট করতে নামলেই দর্শকরা হতাশ হয়ে পড়ছেন। তখন সকলে মাহি ভাইয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। ভাবুন, আমি যদি উপরের দিকে ব্যাটিং করতে নামি, তা হলে সকলেই চাইবে আমি যেন তাড়াতাড়ি আউট হয়ে যাই। তা হলে মাহি ভাই ব্যাট করতে নামবে। এইসবের মাঝে দল জিতছে, আর তাতেই আমি খুশি।’
জাডেজা আরও বলেন, ‘স্পিনার হিসেবে পিচে বল ঘুরলে এবং থমকে থমকে আসলে সেটা আমাদের কাছে সবসময়ই আনন্দের। আমরা এখানে (চিপকে) অনুশীলন করি। তাই আমরা জানি কোনটা সঠিক লেংথ এবং পেস। আমরা ঘরোয়া পরিবেশের সুযোগ নিচ্ছি এটা ঠিক। যারা এই মাঠে খেলতে আসে তাঁদের ক্ষেত্রে এই বিষয়টা এত সহজে রপ্ত করা খানিকটা কঠিন। দলের প্রত্যেকে নিজের নিজের কাজটা ভালো করে করছে। দলগতভাবে আমরা বেশ ভালো খেলছিও।’