IPL 2021: ১ ওভারে ৩৭ রান, রেকর্ড গড়লেন জাদেজা

Apr 25, 2021 | 8:02 PM

জাদেজার (Ravindra Jadeja) দাপুটে ইনিংসে ভর করে দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সকে মানসিক ভাবেই ধাক্কা দিল চেন্নাই।

IPL 2021: ১ ওভারে ৩৭ রান, রেকর্ড গড়লেন জাদেজা
১ ওভারে ৩৭ রান, রেকর্ড গড়লেন জাদেজা

Follow Us

নয়াদিল্লি: মাত্র কয়েকদিন আগের ঘটনা। চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। এক ওভারে ৩০ রান তুলেছিলেন কেকেআরের প্যাট কামিন্স। স্যাম কুরানের এক ওভারে প্রায় ম্যাচের রংটাই বদলে দিয়েছিলেন অজি ফাস্ট বোলার। সেই ইনিংস নিয়ে কম হইচই হয়নি। সেই ইনিংসের রেশ কাটতে না কাটতেই এ বার সেই ঘটনার বদলা নিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে উল্টোদিকে প্যাট কামিন্স ছিলেন না, ছিলেন ভারতীয় পেসার হর্ষল প্যাটেল। এ বার ১ ওভারে ৩৭ রান তুললেন জাড্ডু।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স (CSK vs RCB) ম্যাচে এক ওভারে ৩৭ রানে তুলে ক্রিস গেইলকে ছাঁয়ে ফেললেন জাদেজা। ইনিংসের শেষ ওভারে বিরাট বল তুলে দিয়েছেন টুর্নামেন্টের অন্যতম সফল বোলার হর্ষলের হাতে। তবে জাদেজা ছিলেন অন্য মেজাজে। পাঁচটি ছয় ও একটি চার মারলেন শেষ ওভারে। দলকে পৌঁছে দিলেন ১৯১ রানে। ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকলেন জাড্ডু।

জাদেজার (Ravindra Jadeja) দাপুটে ইনিংসে ভর করে দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সকে মানসিক ভাবেই ধাক্কা দিল চেন্নাই। পাশাপাশি জাদেজা বল হাতেও ১৩ রান দিয়ে নিলেন ৩টি উইকেট। কিন্তু উইকেটের থেকেও জাদেজার ব্যাটিং আইপিএলের মঞ্চ মাতিয়ে দিল। এর আগে ২০১১ আইপিএলে কোচি টাসকার্সের বিরুদ্ধে ১ ওভারে ৩৭ রান করেছিলেন ক্রিস গেইল।

Next Article