CSK vs DC, IPL 2021 Match 2 Result: ‘গুরু’ ধোনিকে হারালেন ‘শিষ্য’ পন্থ

Apr 10, 2021 | 11:34 PM

CSK vs DC Live Score in Bengali: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs DC, IPL 2021 Match 2 Result: গুরু ধোনিকে হারালেন শিষ্য পন্থ
সৌজন্যে-আইপিএল টুইটার

Follow Us

মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) গুরু-শিষ্যের লড়াইয়ে বাজিমাত করলেন শিষ্য। দিল্লির (Delhi Capitals) হয়ে নেতৃত্ব দিয়েই প্রথম ম্যাচে জয় পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টসে জিতে ধোনিদের (MS Dhoni) প্রথমে ব্যাটিং করতে পাঠান পন্থ। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে চেন্নাই (Chennai Super Kings) তোলে ১৮৮ রান। জবাবে রান তাড়া করতে নেমে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ানের ঝোড়ো ইনিংস দিল্লিকে জয়ের দিকে এগিয়ে দেয়। ৮ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করেন ঋষভ পন্থরা। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান (৮৫) এবং পৃথ্বী শ (৭২)। এক বছর পর আইপিএলে ফিরে সুরেশ রায়না করেন ৫৪ রান। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান এসেছে রায়নার ব্যাট থেকেই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Apr 2021 11:10 PM (IST)

    ৭ উইকেটে জিতল দিল্লি

    ৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি।

  • 10 Apr 2021 11:08 PM (IST)

    মার্কাসকে ফেরালেন শার্দূল

    জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। এমন সময় উইকেট পড়ল দিল্লির। শার্দূল ঠাকুর ফেরালেন মার্কাস স্টোয়নিসকে। ১৪ রান করে ফিরলেন তিনি।


  • 10 Apr 2021 11:00 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ১৭ ওভারে দিল্লির স্কোর ২ উইকেটে ১৭২

  • 10 Apr 2021 10:57 PM (IST)

    ধাওয়ানকে ফেরালেন শার্দূল

    ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান।

  • 10 Apr 2021 10:45 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১৫১/১

    ক্রিজে রয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও শিখর ধাওয়ান। পন্থ ব্যাট করছেন ৫ রানে। শিখর রয়েছেন ৭২ রানে।

  • 10 Apr 2021 10:36 PM (IST)

    পৃথ্বীকে ফেরালেন ব্র্যাভো

    ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেন পৃথ্বী শ।

  • 10 Apr 2021 10:19 PM (IST)

    ধাওয়ানের হাফ সেঞ্চুরি

    ১০.২ ওভারে শিখর ধাওয়ান অর্ধ শতরান পূর্ণ করলেন। ৩৫ বলে হাফ সেঞ্চুরি শিখরের।

  • 10 Apr 2021 10:18 PM (IST)

    দিল্লির শতরান পূর্ণ

    ১০.১ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল।

  • 10 Apr 2021 10:17 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৯৯/০

    দিল্লিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পৃথ্বী-শিখর জুটি।

  • 10 Apr 2021 10:16 PM (IST)

    পৃথ্বীর হাফ সেঞ্চুরি

    ৯.৬ ওভারে পৃথ্বী শ হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। ২৭ বলে অর্ধ শতরান পৃথ্বীর।

  • 10 Apr 2021 10:00 PM (IST)

    পাওয়ার প্লে-তে সফল দিল্লি

    পাওয়ার প্লে-তে কোনও উইকেটে হারায়নি দিল্লি। ৬ ওভারে দিল্লির স্কোর ৬৫/০

  • 10 Apr 2021 09:59 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৫৮/০

    ৫ ওভারে দিল্লির স্কোর বিনা উইকেটে ৫৮।

  • 10 Apr 2021 09:30 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ।

  • 10 Apr 2021 09:13 PM (IST)

    দিল্লির টার্গেট ১৮৯

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলেছে ১৮৮ রান।

  • 10 Apr 2021 08:53 PM (IST)

    শূন্যতে ধোনি আউট

    কোনও রান করেই মাঠ ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। গত আইপিএলে ফর্মে ছিলেন না ধোনি। এ বার সবার নজর ছিল কামব্যাক ম্যাচে কেমন পারফর্ম করেন ধোনি। হতাশ হয়েই খালি হাতে সাজঘরে ফিরলেন ক্যাপ্টেন কুল।

  • 10 Apr 2021 08:52 PM (IST)

    রায়না আউট

    ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন সুরেশ রায়না।

  • 10 Apr 2021 08:47 PM (IST)

    রায়ডু আউট

    ২৩ রান করে আউট হলেন আম্বাতি রায়ডু।

  • 10 Apr 2021 08:38 PM (IST)

    রায়নার হাফ সেঞ্চুরি

    এক বছর পর আইপিএলে কামব্যাক ম্যাচেই হাফ সেঞ্চুরি পেলেন সুরেশ রায়না।

  • 10 Apr 2021 08:37 PM (IST)

    চেন্নাইয়ের শতরান পূর্ণ

    ১২.১ ওভারে চেন্নাই শতরান পূর্ণ করল।  ক্রিজে রয়েছেন সুরেশ রায়না ও আম্বাতি রায়ডু।

  • 10 Apr 2021 08:17 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৭১/৩

  • 10 Apr 2021 08:09 PM (IST)

    মইন আলিকে ফেরালেন অশ্বিন

    রবিচন্দ্রন অশ্বিনের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন মইন আলি। চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচে ৩৬ রানের ইনিংস খেললেন মইন।

  • 10 Apr 2021 08:09 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান পূর্ণ

    ৮.১ ওভারে চেন্নাই সুপার কিংস দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 10 Apr 2021 08:00 PM (IST)

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে চেন্নাই

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ ও ডু প্লেসিকে ফিরিয়ে ক্রিজে চার-ছক্কার বৃষ্টি করছেন সুরেশ রায়না এবং মইন আলি।

  • 10 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৩০/২

    ক্রিজে রয়েছেন সুরেশ রায়না ও মইন আলি।

    CSK vs DC updates- ৫ ওভার থেকে এসেছে ১০ রান। চেন্নাই- ৩০/২

     

  • 10 Apr 2021 07:43 PM (IST)

    ওপেনার ঋতুরাজকে ফেরালেন ওকস

    ৫ রান সাজঘরে ফিরলেন ওপেনার ঋতুরাজ।

  • 10 Apr 2021 07:42 PM (IST)

    আবেশ ফেরালেন ফাফ ডু প্লেসিকে

    কোনও রান না করেই আউট হলেন ফাফ ডু প্লেসি।

  • 10 Apr 2021 07:30 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    চেন্নাইয়ের ইনিংস শুরু করলেন ঋতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডু প্লেসি।

  • 10 Apr 2021 07:15 PM (IST)

    চেন্নাইয়ের জার্সিতে অভিষেক এক বিদেশী ক্রিকেটারের

    চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক হল বিদেশী ক্রিকেটার মইন আলির।

  • 10 Apr 2021 07:13 PM (IST)

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 10 Apr 2021 07:10 PM (IST)

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়নিস, ক্রিস ওকস, টম কারান, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান।

  • 10 Apr 2021 07:07 PM (IST)

    দিল্লির হয়ে অভিষেক দুই বিদেশী ক্রিকেটারের

    দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্রিস ওকস এবং টম কারান এই দুই বিদেশী ক্রিকেটারের অভিষেক হল।

    পাশাপাশি এই ম্যাচ অমিত মিশ্রর টি-২০ কেরিয়ারের শততম ম্যাচ।

  • 10 Apr 2021 07:01 PM (IST)

    টসে জিতলেন পন্থ

    নেতা হিসেব প্রথম ম্যাচেই নিজের আদর্শ মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে টসে জিতলেন ঋষভ পন্থ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লির।