IPL 2021: নজরে থাকবে গুরু-শিষ্যের লড়াই, টুইট শাস্ত্রীর

Apr 10, 2021 | 5:39 PM

এই ম্যাচে একদিকে যেমন সবার নজর থাকবে তরুণ পন্থের ওপর। অন্যদিকে গত বার ফর্মে না থাকা ধোনির কামব্যাক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

IPL 2021: নজরে থাকবে গুরু-শিষ্যের লড়াই, টুইট শাস্ত্রীর
নজরে থাকবে গুরু-শিষ্যের লড়াই, টুইট শাস্ত্রীর

Follow Us

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার দর্শক। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। আজকের লড়াইটা অন্য ম্যাচের থেকে আলাদা। ২২ গজে মুখোমুখি হতে চলেছে গুরু-শিষ্য।

ধোনি-পন্থ দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এই লড়াইয়ের আগে শাস্ত্রী টুইট করে জানিয়েছেন, তিনি এই দু’জনকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতে কতটা উৎসাহী। টুইটে তিনি লিখেছেন, “গুরু বনাম শিষ্য। দারুণ মজা হবে আজ। সবাই কিন্তু স্টাম্প মাইক থেকে আসা কথা অবশ্যই শুনবেন।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসরের পরই তাঁর উত্তরসূরি হিসেবে উঠে আসে পন্থের নাম। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে পন্থের পারফরম্যান্স নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু অস্ট্রেলিয়া সফর থেকেই পন্থ নিজের সেরা পারফম্যান্স দিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দেন। ধোনির সঙ্গে তাঁর তুলনা নিয়ে পন্থ জানিয়েছিলেন, ধোনির সঙ্গে তাঁর কোনও তুলনাই হয় না। বরাবর ধোনির থেকে পরামর্শ নিয়ে নিজের পারফরম্যান্সে উন্নতি করেছেন পন্থ।

আরও পড়ুন: IPL 2021: প্রথম ম্যাচে জয় নয়, চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য: রোহিত

এই ম্যাচটা পন্থের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরু-শিষ্যের লড়াইয়ে কে করবে বাজিমাত? তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের আগে পন্থ বলেছেন, “এমএস ধোনির সাথে টস করতে পারাটা বিশেষ মুহূর্ত। আমি এই প্রথমবার আইপিএল দলের নেতৃত্ব দেব এবং প্রথম ম্যাচ মাহি ভাইয়ের বিপক্ষে হবে। আমি ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ওঁর কাছ থেকে আমি অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। আশা করি, আমি ওঁর বিরুদ্ধে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব এবং আমরা এই ম্যাচটি জিততে পারব।”

এই ম্যাচে একদিকে যেমন সবার নজর থাকবে তরুণ পন্থের ওপর। অন্যদিকে গত বার ফর্মে না থাকা ধোনির কামব্যাক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

Next Article