IPL 2021: প্রথম ম্যাচে জয় নয়, চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য: রোহিত

Apr 10, 2021 | 4:28 PM

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হার যেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে পয়া। যে পাঁচবার মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকবারই শুরুটা খারাপ করেছে রোহিতের দল। এবারও তেমনটাই হয়েছে।

IPL 2021: প্রথম ম্যাচে জয় নয়, চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য: রোহিত
সৌজন্যে-আইপিএল টুইটার

Follow Us

চেন্নাই: এক বছর পর দেশের মাঠে আইপিএল (IPL) ফিরেছে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই তারকা ক্রিকেটারের দল। রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মরসুমের প্রথম ম্যাচে জয়ের হাসি ফুটেছে বিরাটের মুখে। শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে নজরে ছিল দুই দলের ক্যাপ্টেনের পারফরম্যান্সও। শুরুটা ভালো করলেও ক্রিস লিনের সঙ্গে ভূল বোঝাবুঝির ফলে রান আউট হয়ে যান রোহিত। ফিল্ডিংয়ের সময় চোখে চোট পেয়েও বিরাট ৩৩ রান করে বুমরার বলে আউট হন।

আইপিএলের প্রথম ম্যাচে হার যেন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পয়া। যে পাঁচবার মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকবারই শুরুটা খারাপ করেছে রোহিতের দল। এবারও তেমনটাই হয়েছে। তাই আরসিবির কাছে হার নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই হিটম্যানের। বলেছেন, “আমার মনে হয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ জেতা নয়। দু’দলের মধ্যেই দারুণ লড়াই হয়েছে। যদিও আমাদের স্কোর এমন কিছু ছিল না। আমাদের আরও ২০ রান বেশি করা দরকার ছিল।”

আরও পড়ুন: IPL 2021: মাঠে ঢুকতে ফ্রাঞ্চাইজি কর্তাদেরও দেখাতে হবে নেগেটিভ রিপোর্ট

প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ফোকাস করতে চান রোহিত। তিনি বলেছেন, “আমরা বেশ কিছু ভুল করেছি, যেগুলো হতেই পারে। আমাদের এগিয়ে যেতে হবে।” ১৩ তারিখ লিগের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রোহিতের দল।

Next Article