CSK vs GT, IPL 2022 Match 62 Result: চেন্নাইকে ৭ উইকেটে হারাল গুজরাত

| Edited By: | Updated on: May 15, 2022 | 8:02 PM

Chennai Super Kings vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

CSK vs GT, IPL 2022 Match 62 Result: চেন্নাইকে ৭ উইকেটে হারাল গুজরাত
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স।

মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) প্লে-অফ আগেই নিশ্চিত করেছে ফেলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আজ জিতে লিগ টেবলের এক নম্বর জায়গাটা পাকা করে ফেলতে চাইছেন হার্দিকরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। আগের ম্যাচের মতো এ দিনও ব্যাটিং বিপর্যয় দেখা যায় চেন্নাইয়ের। ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া কেউই সে ভাবে রান পাননি। ৫৩ করেন ঋতুরাজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু গুজরাত টাইটান্সের। গিল ১৮ আর ম্যাথু ওয়েড ২০ রানে আউট হন। ৬৭ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। জয়ের সুবাদে ২০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষেই থাকল গুজরাত টাইটান্স।

Key Events

শীর্ষেই গুজরাত

চেন্নাইকে হারিয়ে শীর্ষেই গুজরাত টাইটান্স

দুরন্ত ঋদ্ধিমান

৬৭ রানের অপরাজিত ইনিংস ঋদ্ধিমান সাহার

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 May 2022 07:07 PM (IST)

    চেন্নাইকে হারাল গুজরাত

    চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষেই থাকল গুজরাত টাইটান্স।

  • 15 May 2022 06:39 PM (IST)

    ঋদ্ধির হাফসেঞ্চুরি

    চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহার।

  • 15 May 2022 06:37 PM (IST)

    হার্দিক আউট

    হার্দিক পান্ডিয়াকে ৭ রানে আউট করলেন পাথিরানা।

  • 15 May 2022 06:08 PM (IST)

    শুভমন গিল আউট

    পাথিরানার বলে ১৮ রানে আউট শুভমন গিল।

  • 15 May 2022 06:02 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে গুজরাতের স্কোর ৫৩/০

    • গিল ব্যাটিং ১৫
    • ঋদ্ধিমান ব্যাটিং ৩৭
  • 15 May 2022 05:22 PM (IST)

    ১৩৩ রানে থামল ধোনির চেন্নাই

    হার্দিকের গুজরাতকে ১৩৪ রানের টার্গেট দিল ধোনির চেন্নাই

  • 15 May 2022 05:20 PM (IST)

    ধোনি আউট

    মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৭ রান করে মাঠ ছাড়লেন ধোনি।

  • 15 May 2022 05:01 PM (IST)

    শিবম দুবের উইকেট হারাল সিএসকে

    চতুর্থ উইকেট হারাল সিএসকে। শিবম দুবের উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। কোনও রান না করেই মাঠ ছাড়লেন শিবম।

  • 15 May 2022 04:57 PM (IST)

    ঋতুকে ফেরালেন রশিদ

    ঋতুরাজ গায়কোয়াড়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন রশিদ খান। ৫৩ রান করে মাঠ ছাড়লেন সিএসকে ওপেনার।

  • 15 May 2022 04:54 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ১০৯/২

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে সিএসকের স্কোর ২ উইকেটে ১০৯।
    • ঋতুরাজ ব্যাট করছেন ৫১ রানে।
    • নারায়ণ জগদীশান রয়েছেন ২৮ রানে।
  • 15 May 2022 04:28 PM (IST)

    ১০ ওভারে চেন্নাইয়ের স্কোর ৭৩/২

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারের চেন্নাইয়ের দুটি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি ও সাই কিশোর।
    • ১০ ওভারে সিএসকের স্কোর ২ উইকেটে ৭৩।
  • 15 May 2022 04:22 PM (IST)

    মইন আউট

    মইন আলির উইকেট তুলে নিয়ে চেন্নাইকে দ্বিতীয় ধাক্কা দিলেন সাই কিশোর। ২১ রান করে সাজঘরে ফিরলেন মইন।

  • 15 May 2022 04:05 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে চেন্নাই।
    • মইন আলি ব্যাট করছেন ১৮ রানে।
    • ঋতুরাজ রয়েছেন ২৩ রানে।
  • 15 May 2022 04:00 PM (IST)

    ৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ৩০/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে সিএসকে।
    • মইন আলি ব্যাট করছেন ৪ রানে।
    • ঋতুরাজ রয়েছেন ২০ রানে।
  • 15 May 2022 03:42 PM (IST)

    কনওয়ে আউট

    ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। প্রথম উইকেট হারাল চেন্নাই। ৫ রান করে মাঠ ছাড়লেন কনওয়ে।

  • 15 May 2022 03:31 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    সিএসকের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়।

  • 15 May 2022 03:12 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, যশ দয়াল, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।

  • 15 May 2022 03:10 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, নারায়ণ জগদীশান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) মইন আলি, শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরি, মাথিসা পাথিরানা।

  • 15 May 2022 03:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Published On - May 15,2022 2:30 PM

Follow Us: