CSK vs MI, IPL 2021, Match-30, Highlights: মরুশহরে রোহিতহীন মুম্বইকে ২০ রানে হারাল চেন্নাই

| Edited By: | Updated on: Sep 19, 2021 | 11:48 PM

CSK vs MI Live Score: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs MI, IPL 2021, Match-30, Highlights: মরুশহরে রোহিতহীন মুম্বইকে ২০ রানে হারাল চেন্নাই
মরুশহরে মুম্বইকে হারাল চেন্নাই

আইপিএলে (IPL) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের দুই নম্বর ও চার নম্বরে থাকা দুই দলের লড়াই আজ। প্রথম পর্বের আইপিএলের নিরিখে এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচে খেলেছেন রোহিত-ধোনিরা। প্রথম ম্যাচেই অনুপস্থিত এমআই ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে মুম্বইয়ের হয়ে ক্যাপ্টেন্সি সামলাবেন কায়রন পোলার্ড। টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ছিলেন সিএসকে অধিনায়ক ধোনি। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে সিএসকে। রান তাড়া করতে নেমে ৮ উইকেট খুইয়ে ১৩৬ রানে আটকে যায় মুম্বই। ২০ রানে ম্যাচ জিতল চেন্নাই।

করোনার (COVID-19) কারণে দেশের মাঠে হওয়া আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর আজ মরুশহরে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের আইপিএল। দুই দলের কড়া টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।  আমিরশাহিতে গতবার ধোনির চেন্নাই হতাশ করলেও, এই মরসুমে তিনি জেদ ধরেছেন দলকে শেষ বার ট্রফি এনে দেওয়ার। ফলে এমএসডি যদি এ বার আইপিএল ছেড়েও দেন তা হলে তাঁর শেষ লক্ষ্যই হতে চলেছে এ বারের ট্রফি হলুদ শিবিরে আনা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 19 Sep 2021 11:41 PM (IST)

    প্লেয়ার অব দ্য ম্যাচ

    ঋতুরাজ গায়কোয়াড় পেলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার

  • 19 Sep 2021 11:20 PM (IST)

    ২০ রানে ম্যাচ জিতল চেন্নাই

    আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল চেন্নাই সুপার কিংস।

  • 19 Sep 2021 11:03 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে মুম্বই ১০৮/৬

  • 19 Sep 2021 10:48 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯৭/৬

    ৫ ওভারের খেলা বাকি। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ৬০ রান।

  • 19 Sep 2021 10:38 PM (IST)

    পোলার্ড আউট

    জস হ্যাজেলউডের বলে আউট হলেন মুম্বই ক্যাপ্টেন কায়রন পোলার্ড।

  • 19 Sep 2021 10:22 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৬২/৪

    ক্রিজে কায়রন পোলার্ড ও সৌরভ তিওয়ারি

  • 19 Sep 2021 10:19 PM (IST)

    ঈশান কিষাণ আউট

    ব্র্যাভোর বলে আউট হলেন ঈশান কিষাণ। ১১ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 19 Sep 2021 10:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে চেন্নাই চার উইকেট হারিয়েছিল। মুম্বই পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এমআইয়ের জয়ের জন্য প্রয়োজন ১১৬ রান। ৬ ওভারে মুম্বই ৪১/৩

  • 19 Sep 2021 10:01 PM (IST)

    সূর্যকুমার আউট

    ৩ রান করে সাজঘরে ফিরলেন স্কাই।

  • 19 Sep 2021 09:59 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩৫/২

    ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই

  • 19 Sep 2021 09:58 PM (IST)

    আনমোলপ্রীত সিং আউট

    ১৬ রান করে অভিষেক ম্যাচে থেমে গেলেন আনমোলপ্রীত সিং। দীপক চাহারের দ্বিতীয় শিকার এই মুম্বই ওপেনার

  • 19 Sep 2021 09:49 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ২০/১

    ওপেনার ডি ককের উইকেট হারিয়ে ফেলেছে এমআই।

  • 19 Sep 2021 09:47 PM (IST)

    প্রথম উইকেট হারাল মুম্বই

    কুইন্টন ডি ককের উইকেট হারাল মুম্বই। দীপক চাহারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন ডি কক

  • 19 Sep 2021 09:33 PM (IST)

    রান তাড়া করতে নামল মুম্বই

    মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি কক ও আনমোলপ্রীত সিং

  • 19 Sep 2021 09:17 PM (IST)

    ২০ ওভারে চেন্নাইয়ের স্কোর ১৫৬/৬

    মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য প্রয়োজন ১৫৭ রান

  • 19 Sep 2021 09:03 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে সিএসকে ১০৭/৫

  • 19 Sep 2021 08:58 PM (IST)

    জাডেজা আউট

    বুমরা ফেরালেন রবীন্দ্র জাডেজাকে। ২৬ রান করে সাজঘরে ফিরলেন জাডেজা।

  • 19 Sep 2021 08:56 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১৬.২ ওভারে সিএসকে দলগত শতরান পূর্ণ করল।

  • 19 Sep 2021 08:52 PM (IST)

    ঋতুরাজের হাফসেঞ্চুরি

    শুরুতেই দল নড়বড়ে পারফর্ম করলেও, সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় দুবাইতে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 19 Sep 2021 08:48 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ৮৭/৪

    খেলা বাকি ৫ ওভারের। এখনও ১০০ রানের কাছে পৌঁছতে পারেনি সিএসকে

  • 19 Sep 2021 08:27 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৪৪/৪

    ৪ উইকেট হারিয়ে ১০ ওভারে ৪৪ রান তুলেছে সিএসকে

  • 19 Sep 2021 08:07 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস। ধোনিদের ওপর চাপ তৈরি করতে পেরেছে কায়রন পোলার্ডরা। ৬ ওভারে সিএসকে ২৪/৪

  • 19 Sep 2021 08:07 PM (IST)

    ধোনি আউট

    পাওয়ার প্লে-তে চতুর্থ উইকেট হারাল সিএসকে। ৩ রান করে ক্য়াপ্টেন মহেন্দ্র সিং ধোনি আউট

  • 19 Sep 2021 08:00 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ১৮/৩

    ক্রিজে ঋতুরাজ গায়কোয়াড় ও মহেন্দ্র সিং ধোনি

  • 19 Sep 2021 07:49 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ৭/৩

    শুরুতেই ৩ উইকেট খুইয়ে চাপে চেন্নাই। ৩ ওভারে ধোনিরা ৩ উইকেট হারিয়ে ধোনিরা তুলেছে ৭ রান।

  • 19 Sep 2021 07:49 PM (IST)

    সুরেশ রায়না আউট

    ট্রেন্ট বোল্টের বলে রাহুল চাহারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন সুরেশ রায়না। ৪ রান করে সাজঘরে ফিরে গেলেন রায়না

  • 19 Sep 2021 07:39 PM (IST)

    মইন আলিকে ফেরালেন মিলনে

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন মইন আলি। মুম্বইকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন অ্যাডাম মিলনে।

  • 19 Sep 2021 07:34 PM (IST)

    প্রথম উইকেট হারাল সিএসকে

    ওপেনার ফাফ ডু প্লেসিকে আউট করলেন ট্রেন্ট বোল্ট। কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন ডু প্লেসি

  • 19 Sep 2021 07:30 PM (IST)

    চেন্নাই নেমে পড়ল ব্যাটিংয়ে

    চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসি।

  • 19 Sep 2021 07:12 PM (IST)

    ব্র্যাভোর শততম আইপিএল ম্যাচ

  • 19 Sep 2021 07:12 PM (IST)

    বুমরার শততম আইপিএল ম্যাচ

  • 19 Sep 2021 07:11 PM (IST)

    এমআইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), ঈশান কিষাণ, কায়রন পোলার্ড (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, আনমোলপ্রীত সিং, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট,অ্যাডাম মিলনে এবং জশপ্রীত বুমরা।

  • 19 Sep 2021 07:07 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 19 Sep 2021 07:04 PM (IST)

    মুম্বইয়ের হয়ে অভিষেক এক ক্রিকেটারেরর

    ধোনির সিএসকের বিরুদ্ধে আজ আইপিএলে অভিষেক ম্যাচ খেলবেন আনমোলপ্রীত সিং

  • 19 Sep 2021 07:02 PM (IST)

    মুম্বইয়ের হয়ে আজ নেই রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া

    দুবাইতে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে নেই রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেন্সি সামলাবেন কায়রন পোলার্ড। রোহিতের পাশাপাশি আজ মাঠে নামবেন না হার্দিক পান্ডিয়াও

  • 19 Sep 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • 19 Sep 2021 06:55 PM (IST)

    বুম বুম বুমরা তৈরি, আর আপনারা তৈরি তো?

    মরুশহরে কি বুমরা ম্যাজিকের দেখা মিলবে?

  • 19 Sep 2021 06:50 PM (IST)

    নজর থাকুক হেড টু হেডে

    এখনও পর্যন্ত ৩১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। যার মধ্যে সিএসকে জিতেছে ১২ বার ও মুম্বই জিতেছে ১৯ বার।

  • 19 Sep 2021 06:40 PM (IST)

    এক মুসকান হি কাফি হ্যায়

    সদা মুসকুরাতে রহো মাহি। অপেক্ষা মাত্র কয়েক মিনিটের শুরু হতে চলেছে আইপিএল-১৪-র দ্বিতীয় পর্ব

Published On - Sep 19,2021 6:34 PM

Follow Us: