নয়াদিল্লি: শুরুটা হয়েছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগে নানা বিতর্কিত ঘটনাই দেখা যায়। আইপিএলের গত সংস্করণে সবচেয়ে বেশি আলোচনা ছিল বিরাট কোহলি এবং নবীন উল হককে নিয়েই। প্রথম বার আইপিএলের মঞ্চে খেলার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের তরুণ পেসার নবীন উল হক। বোলিং পারফরম্যান্সের জন্য যতটা না পরিচিতি পেয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি আলোচনায় ছিলেন বিরাটের সঙ্গে বিতর্কে। লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমেছিলেন নবীন। বিরাটের সঙ্গে বিবাদ হয়। ম্যাচ শেষে সৌজন্যমূলক হাতও মেলাননি তারা। মাঝে ঘটেছে আরও নানা ঘটনা। এরপর দিল্লিতে সব মিটমাট। বিরাট কোহলি কী বলেছেন, সে কথাই খোলসা করেছেন নবীন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছিল লখনউ। তেমনই ফিরতি ম্যাচে লখনউতে বিরাট কোহলিও গ্যালারিকে তাতিয়ে দেন। লখনউয়ের মাঠে জেতে আরসিবি। ম্যাচ শেষে লখনউয়ের ওপেনার কাইল মেয়ার্স বিরাটের সঙ্গে কথা বলছিলেন। তাঁকে হাত ধরে সরিয়ে নিয়ে যান লখনউয়ের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর। বিরাট-নবীন তিক্ততা সেই ম্যাচের পর আরও বাড়ে। কোনও ইনিংসে বিরাট ব্যর্থ হলেই সোশ্যাল মিডিয়ায় ‘মিষ্টি আম’-নিয়ে পোস্ট করতেন নবীন। আইপিএলের পর বিশ্বকাপের মঞ্চে এই দু-জনের সাক্ষাতে বিতর্কের আশঙ্কাই ছিল বেশি। যদিও দিল্লিতে সব ফিলগুড। বিরাট হাত মেলালেন, পিঠ চাপড়ে দিলেন নবীনকে। আফগান তরুণও বুঝতে পেরেছেন, বিরাটের মতো কিংবদন্তির সঙ্গে তিক্ততা জিইয়ে রাখার কোনো মানে হয় না। দু-জনেই পরিণত মানসিকতার পরিচয় দেন।
দিল্লিতে ভারত-আফগানিস্তান ম্যাচে কোহলি-কোহলি ধ্বনিতে স্বাগত জানানো হয় নবীনকে। তবে মিটমাট হওয়ার পর সেই গ্যালারিই তালি বাজিয়েছে নবীনের জন্য। ম্যাচ শেষে সংবাদ সংস্থা পিটিআইকে নবীন বলেন, ‘সমর্থকরা হোম টিমকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। তার ওপর বিরাটের হোমগ্রাউন্ড। বিরাট মানুষ হিসেবে দারুণ, প্লেয়ার হিসেবে নতুন করে আর বলার কিছু নেই। আমরা হাত মিলিয়েছি। মাঠে অনেক কিছু হতেই পারে। তবে মাঠের বাইরে অনেকেই এটাকে বড় করে দেখায়। বিরাট আমাকে বলে-যা হয়েছে, ভুলে যাও। আমিও ওকে একই কথা বলি। আমরা আলিঙ্গনও করেছি।’
মাত্র ২৪ বছর নবীনের। এশিয়া কাপে আফগানিস্তান স্কোয়াডে ছিলেন না। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয় তাঁকে। বিশ্বকাপের পরই অবসরের ভাবনা রয়েছে এই তরুণ ক্রিকেটারের। দেশের হয়ে খেলেছেন মাত্র ৯টি ওডিআই। অবসর প্রসঙ্গে বলেন, ‘সত্যি বলতে, অনেকই বোলারই হয়তো ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবে। কেন না, ওয়ান ডে-তে ব্যাটে-বলে ভারসাম্য কমছে।’