নয়াদিল্লি: আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। স্বাভাবিক ভাবে সমর্থকদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। দিল্লিতে একটা অনন্য দৃশ্য দেখল ক্রিকেট বিশ্ব। গালি নয়, গ্যালারি ভরল তালিতে। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়। তবে পরিস্থিতি বদলে দিলেন তিনিই। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার। তরুণ প্রজন্মের আদর্শ বিরাট কোহলি। তিনি যে এই পরিস্থিতি ঠিক করতে পারেন, এ আর নতুন কী! ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ অনেকের হয়তো মনে থাকবে। বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে সদ্য জাতীয় দলে ফিরেছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। ইংল্যান্ডের গ্যালারি থেকে প্রতারক বলে বিরক্ত করা হচ্ছিল স্মিথদের। গ্যালারির দিকে এগিয়ে যান বিরাট। স্মিথদের দেখিয়ে তাঁর পরিষ্কার বার্তা-গালি নয়, তালি দিন। নবীনের ক্ষেত্রেও এমনটাই করলেন।
ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারি বিরাটের কথা শুনলও। দুর্দান্ত একটা মুহূর্ত তৈরি হল বিরাটের শহরে। এই দৃশ্য একবার নয়, ম্যাচের পরও দেখা গেল।
বিরাট-নবীনের হাত মেলানোর সময়, ধারাভাষ্যে ছিলেন গম্ভীর। তিনি ধুয়ে দিলেন সেই সমস্ত লোকজনকে, যারা সোশ্যাল মিডিয়ায় নানা বিদ্রুপ করেছিলেন, করে থাকেন। বিরাটের মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই যে প্রত্যাশা করেন। গম্ভীর প্রশংসায় ভরিয়ে দেন বিরাটকে। পাশাপাশি বলেন, ‘একজন তরুণ ক্রিকেটার, প্রথম বার আইপিএল খেলছিল, আফগানিস্তান থেকে খেলতে এসেছে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা বিদ্রুপ করেছেন এটা কাম্য নয়। কারও ক্ষেত্রেই এমনটা প্রত্যাশিত নয়।’ একজন তরুণ ক্রিকেটারকে কী ভাবে কমফর্ট করতে হয়, বিরাট মাঠে করে দেখালেন, গম্ভীর ধারাভাষ্যে।