Rohit Sharma: বিশ্বকাপে ইতিহাস, সচিনকে ছাপিয়ে সপ্তম স্বর্গে রোহিত শর্মা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2023 | 8:15 PM

ICC World Cup 2023: কেরিয়ারের তৃতীয় ওডিআই বিশ্বকাপ খেলতে নেমেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। এই সেঞ্চুরির সুবাদে তিনি গড়লেন এক বিরাট রেকর্ডও। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা।

Rohit Sharma: বিশ্বকাপে ইতিহাস, সচিনকে ছাপিয়ে সপ্তম স্বর্গে রোহিত শর্মা
Rohit Sharma: বিশ্বকাপে ইতিহাস, সচিনকে ছাপিয়ে সপ্তম স্বর্গে রোহিত শর্মা
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ইতিহাসের পাতায় ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এ বারের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) এক বিরাট রেকর্ড গড়লেন হিটম্যান। আফগানদের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে রান পাননি তিনি। ভারত জিতেছিল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও মিডল অর্ডারের তারকা লোকেশ রাহুলের দুরন্ত ইনিংসে ভর করে। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নেমেই সচিনকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। ইতিহাস গড়ে সপ্তম স্বর্গে হিটম্যান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান পূর্ণ করেছেন রোহিত শর্মা। এটি বিশ্বকাপে রোহিতের সপ্তম শতরান। তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন। কেরিয়ারের তৃতীয় ওডিআই বিশ্বকাপ খেলতে নেমে এই রেকর্ড হিটম্যানের। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬ বার ওডিআই বিশ্বকাপে খেলেছিলেন। তাতে তিনি করেন ছ’টি শতরান। এদিকে রোহিত ৩ নম্বর বিশ্বকাপেই করলেন সপ্তম শতরান। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে একটি শতরান করেছিলেন রোহিত। সেটি ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। আর ২০১৯ সালে রোহিত করেন বাকি ৫টি শতরান।

ওডিআই বিশ্বকাপে ১৯টি ইনিংসে সপ্তম শতরান করলেন রোহিত। ৬৩ বলে সেঞ্চুরি করার সুবাদে ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান করা ভারতীয় ক্রিকেটারও হলেন তিনি। কিংবদন্তি সচিন ওডিআই বিশ্বকাপে ৪৪টি ইনিংসে ৬টি শতরান করেছিলেন। অজি কিংবদন্তি রিকি পন্টিং ওডিআই বিশ্বকাপে ৪২টি ইনিংসে ৫টি শতরান করেছিলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারা ওডিআই বিশ্বকাপে ৩৫টি ইনিংসে ৫টি শতরান করেছিলেন।

ভারত অধিনায়ক রোহিত শর্মা আফগানদের বিরুদ্ধে শতরান পূর্ণ করতেই পুরো অরুণ জেটলি স্টেডিয়াম তাঁকে অভিনন্দন জানায়। ড্রেসিংরুমে বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কোহলিকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য,  সপ্তম সেঞ্চুরির পাশাপাশি আজ ওডিআই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেছেন তিনি।

Next Article