কলকাতা: প্রচুর ভক্তের ভগবান তিনি। তাঁকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। ভারত অধিনায়ক এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) জন্মদিন ছিল ৩০ এপ্রিল। হিটম্যানের জন্মদিনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। একানা স্টেডিয়ামে এমআই শিবিরের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে লখনউ সুপার জায়ান্টস। ওই ম্যাচের দিনই রোহিত অবশ্য মন ভালো করেছেন তাঁর এক ভক্তর। যিনি আবার মুম্বইয়ের মিডল অর্ডারের তারকা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে আবদার করেছিলেন, রোহিত শর্মার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, প্যাড পরে এক বিশেষ ভাবে সক্ষম ভক্তর সঙ্গে সেলফি তুলছেন সূর্যকুমার যাদব। সেলফি তোলা শেষ হতে হতেই ওই ভক্ত স্কাইকে বলেন, ‘দাদা রোহিত শর্মার সঙ্গে আমি দেখা করতে চাই।’ এরপর স্কাই জানান, তিনি রোহিতের কাছে এই বার্তা পৌঁছে দেবেন।
কথা রেখেছেন সূর্যকুমার যাদব। কথা রেখেছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা ভিডিয়োর শেষের দিকে দেখা যায় বিশেষ ভাবে সক্ষম ওই ফ্যানের সঙ্গে দেখা করেন রোহিত। সেই সময় তাঁর হাতে ছিল বিরাট ও ১৮ লেখা একটি টেস্ট জার্সি। সেখানে অটোগ্রাফও দেন রোহিত শর্মা।
Wholesome content alert 🥹#MumbaiMeriJaan #MumbaiIndians | @surya_14kumar | @ImRo45 pic.twitter.com/iqg5Us4kT7
— Mumbai Indians (@mipaltan) April 30, 2024
মুম্বই ইন্ডিয়ান্স মঙ্গলবার রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ম্যাচ জিততে পারেনি ঠিকই। কিন্তু মন জিতে নিয়েছেন সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ৩ মে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।