কলকাতা: ভারতের মাটিতে হইহই করে চলছে ১৮তম আইপিএল (IPL)। ভরপুর ক্রিকেট বিনোদনের এক বিরাট প্যাকেজ। যা চলবে ২৫ মে অবধি। ভারতের এই কোটপতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন বিদেশের বহু তারকা। অস্ট্রেলিয়ার সুপারস্টার ডেভিড ওয়ার্নারও ছিলেন তাঁদের মধ্যে। এ বার অবশ্য আইপিএলের মঞ্চে তাঁকে দেখা যাচ্ছে না। আইপিএলের সময় ভারতেই রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ক্রিকেটের সঙ্গে এখন যুক্ত নেই। তাঁকে দেখা যাচ্ছে নিজের প্রথম সিনেমার প্রচারে। এতদিনে ওয়ার্নারের অনুরাগীরা জেনে গিয়েছেন, সিনেদুনিয়ায় অজি তারকার হাতেখড়ি হতে চলেছে। অনেকের মনে প্রশ্ন জাগছে যে, ওয়ার্নার এই সিনেমার জন্য কত পারিশ্রমিক পেলেন। প্রকাশ্যে এসেছে সেই তথ্য।
২২ গজে ওয়ার্নারের ব্যাট কথা বলে। আর সিনেদুনিয়ায়? ক্রিকেটের মাঠের মতোই সিনেমার পর্দাতেও তাঁকে সাবলীল দেখিয়েছে। হাবভাব কার্যত রাজার মতো। তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিনয় করেছেন ওয়ার্নার। ট্রেলারের শেষ প্রান্তে তাঁর এন্ট্রি দেখা যায়। এক হেলিকপ্টার থেকে নামছেন। হাতে দেখা যায় একটি ললিপপ। তা মুখে পুরতেও দেখা যায় ওয়ার্নারকে। তাঁর স্টাইলিশ লুক সকলের নজর কেড়েছে।
My big screen debut in a super entertaining film. #RobinhoodTrailer out now!
▶️ https://t.co/wtVCfS1g4p#Robinhood GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @davidwarner31 @Venky.Kudumula @gvprakash #RajendraPrasad @vennelakish @devdatta.g.nage… pic.twitter.com/JAWhYr5rc2— David Warner (@davidwarner31) March 24, 2025
‘রবিনহুড’ সিনেমার জন্য কত পারিশ্রমিক পেয়েছন ডেভিড ওয়ার্নার?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই তেলুগু সিনেমায় মোট ২ মিনিট ৫০ সেকেন্ড অভিনয় করেছেন ওয়ার্নার। তার জন্য ২ দিন শুটিং করতে হয়েছে তাঁকে। প্রতিদিনের পারিশ্রমিক হিসেবে ১ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছেন ওয়ার্নার। ফলে এই সিনেমায় ২ দিন অভিনয় করার জন্য ওয়ার্নারের পকেটে এসেছে ২ কোটি ৫০ লক্ষ টাকা। এতদিন ক্যামিও ইনিংস খেলে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছেন ওয়ার্নার। এ বার ক্যামিও রোল প্লে করে সিনেদুনিয়ায় হাতেখড়িও হয়ে গেল তাঁর।