ভারতের মাটিতে ভারতকে হারিয়েই শান্ত হতে চান ওয়ার্নার

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট জিতেই ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে এই বার্তা দেন ডেভিড ওয়ার্নার। বাকি ক্রিকেটাররা যখন অ্যাসেজ জয়ের আনন্দে মত্ত, তখন ওয়ার্নারের মুখে ভারত সফরের কথা। তবে একই সঙ্গে অজি ওপেনার ইঙ্গিত দিয়ে রাখেন ২০২৩ অ্যাসেজের পরই হয়তো তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন।

ভারতের মাটিতে ভারতকে হারিয়েই শান্ত হতে চান ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 3:30 PM

মেলবোর্ন: অ্যাসেজ জিতেও শান্ত হচ্ছেন না ডেভিড ওয়ার্নার (David Warner)। ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্ন (Melbourne) টেস্ট জিতে ওঠার পর ওয়ার্নারের মুখে ভারত সিরিজের কথা। ভারতের মাটিতে ভারতকে হারিয়েই শান্ত হতে চান অজি ওপেনার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ বার ভারত সফরে খেলতে আসবে অস্ট্রেলিয়া (Australia)। গত ২ বছরে পরপর ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছে ক্যাঙ্গারুরা। সেই ঘা এখনও দগদগে। তাই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেই তৃপ্ত হতে চান ওয়ার্নার।

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট জিতেই ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে এই বার্তা দেন ডেভিড ওয়ার্নার। বাকি ক্রিকেটাররা যখন অ্যাসেজ জয়ের আনন্দে মত্ত, তখন ওয়ার্নারের মুখে ভারত সফরের কথা। তবে একই সঙ্গে অজি ওপেনার ইঙ্গিত দিয়ে রাখেন ২০২৩ অ্যাসেজের পরই হয়তো তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন।

এক সক্ষাত্‍কারে ওয়ার্নার বলেন, ‘অ্যাসেজ জয় নিঃসন্দেহে গর্বের। তবে আমরা এখনও ভারতে গিয়ে ভারতকে হারাতে পারিনি। সেটা করতে পারলে সবথেকে বেশি খুশি হব। ২ বছর আগে ইংল্যান্ডে গিয়ে আমরা সিরিজ ড্র করে এসেছিলাম।’

আরও পড়ুন: India vs South Africa: সেঞ্চুরিয়নে ম্যাচের মাঝে আম্পায়ারের পিছনে কোহলির নাচ, দেখুন ভিডিও