DC vs CSK Live Score, IPL 2023: দিল্লিকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে অফে ধোনির চেন্নাই
Delhi Capitals vs Chennai Super Kings, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
নয়াদিল্লি : চলতি আইপিএলের গ্রুপ পর্ব শেষের দোরগোড়ায়। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনি-বিকেলে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দিল্লির ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে চেন্নাই সুপার কিংস। সিএসকের দুই ওপেনারের ব্যাটে ভর করে এ বারের আইপিএলের ষষ্ঠ সর্বাধিক রান তোলে ইয়েলোব্রিগেড। পাহাড়প্রমাণ রান সামনে ছিল দিল্লির। মরসুমের শেষ ম্যাচ খেলতে নেমে দিল্লির অধিনায়ক লড়াই করলেন। কিন্তু সফল হলেন না। ৫৮ বলে ৮৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পরও দিল্লিকে জেতাতে পারেননি ওয়ার্নার। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে দিল্লি। ৭৭ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট তুলে নিল সিএসকে। একইসঙ্গে এ বারের আইপিএলের প্লে অফে পৌঁছে গেল সিএসকে। চলতি আইপিএলে আট নম্বর জয় পেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন দিল্লি বনাম সিএসকে (DC vs CSK) ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানের ব্যবধাবনে হারিয়ে প্লে অফে পৌঁছে গেল চেন্নাই।
দিল্লি বনাম সিএসকে ম্যাচের সেরার পুরস্কার পেলেন ঋতুরাজ গায়কোয়াড়।
LIVE Cricket Score & Updates
-
প্লে অফ নিশ্চিত চেন্নাইয়ের
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে আটকে গেল ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস।
-
কুলদীপ আউট
ললিত যাদবের পর কুলদীপ যাদবের উইকেট তুলে নিলেন মহেশ থিকসানা। নবম উইকেট হারিয়ে ফেলল দিল্লি।
-
-
ললিত আউট
মহেশ থিকসানা তুলে নিলেন ললিত যাদবের উইকেট। ১২ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন ললিত।
-
ওয়ার্নার আউট
৫৮ বলে ৮৬ রান করে মাঠ ছাড়লেন দিল্লির নেতা ডেভিড ওয়ার্নার। একা কুম্ভ হয়ে লড়লেন ওয়ার্নার। কিন্তু জয় সহজ নয়।
-
অক্ষর প্যাটেল আউট
অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন দীপক চাহার। ৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন অক্ষর।
-
-
DC-র গুরুত্বপূর্ণ ১৩তম ওভার
রবীন্দ্র জাডেজার এক ওভারে ২৩ রান তুলল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল।
-
যশ আউট
যশ ধুলের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ১৫ বলে ১৩ রান করে মাঠ ছাড়লেন যশ। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস।
-
দিল্লির নেতার হাফসেঞ্চুরি
৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৩৪। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও যশ ধুল। জয়ের জন্য দিল্লির চাই এখনও ৮৪ বলে ১৯০ রান।
-
রোসো আউট
ফিল সল্টের পর রাইলি রোসোর উইকেট তুলে নিলেন দীপক চাহার। তৃতীয় ধাক্কা খেল দিল্লি। শূন্যে ফিরলেন রাইলি।
-
সল্ট ফিরলেন সাজঘরে
৩ রান করে মাঠ ছাড়লেন ফিল সল্ট। দ্বিতীয় উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।
-
৩ ওভারে দিল্লি ৯/১
দিল্লির ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৯ রান তুলেছে দিল্লি।
-
পৃথ্বী আউট
প্রথম ধাক্কা খেল দিল্লি। পৃথ্বী শ-য়ের উইকেট তুলে নিলেন তুষার দেশপান্ডে। দারুণ ক্যাচ নিলেন অম্বাতি রায়ডু। ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী।
-
রান তাড়া শুরু করল দিল্লি
টার্গেট ২২৪। রান তাড়া করতে নামল দিল্লি। ওপেনিংয়ে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। বোলিংয়ে সূচনায় দীপক চাহার।
-
চলতি আইপিএলে সর্বাধিক রানের তালিকায় সিএসকের ২২৩ রান কত নম্বরে?
চলতি আইপিএলে সর্বাধিক রানের নিরিখে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের করা ২২৩ রানটি হল ষষ্ঠ সর্বাধিক রান।
-
সিএসকে থামল ২২৩ রানে
টস জিতে দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে সিএসকে তুলেছে ২২৩ রান। নর্দান ডার্বিতে আজ জিততে হলে দিল্লিকে তুলতে হবে ২২৪ রান।
-
খলিল ফেরালেন শিবমকে
৯ বলে ২২ রান করে ড্রেসিংরুমে ফিরলেন শিবম দুবে। দ্বিতীয় ধাক্কা খেল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার মহেন্দ্র সিং ধোনি।
-
১৫ ওভারে সিএসকে ১৪৮/১
চেন্নাই সুপার কিংসের ইনিংস বাকি আর ৫ ওভার। প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে সিএসকে।
-
ঋতু আউট
অবশেষে দিল্লিকে প্রথম উইকেট এনে দিলেন চেতন সাকারিয়া। ৫০ বলে ৭৯ রান করে মাঠ ছাড়লেন সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
-
কনওয়ের হাফসেঞ্চুরি
৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ডেভন কনওয়ে। খলিল আহমেদের ওভারে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কনওয়ে।
-
ইনিংসের মাঝপথে চেন্নাই
ইনিংসের মাঝপথে চেন্নাই কোনও উইকেট বা হারিয়ে তুলেছে ৮৭ রান। ক্রিজে ঋতুরাজ গায়কোয়াড় (৫০*), ডেভন কনওয়ে (৩৫*)।
-
ঋতুর হাফসেঞ্চুরি
দিল্লির বিরুদ্ধে ছন্দে রয়েছেন সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ৩৭ বলে অর্ধশতরানে পৌঁছলেন ঋতুরাজ গায়কোয়াড়।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল সিএসকে। কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে চেন্নাইয়ের ওপেনিং জুটি।
-
৫ ওভারে সিএসকে ৫০/০
- সিএসকের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারের মধ্যে কোনও উইকেট হারায়নি সিএসকে।
- স্কোরবোর্ডে ৫০ রান তুলেছে সিএসকের ওপেনাররা।
-
চেন্নাইয়ের ৩ ওভারের খেলা শেষ
চেন্নাই সুপার কিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। এর মধ্যে কোনও উইকেট হারায়নি সিএসকে। ওপেনিং জুটিতে তুলেছে ৩০ রান।
-
সিএসকের ইনিংস শুরু
চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে সূচনায় খলিল আহমেদ।
-
DC একাদশ
দিল্লি ক্যাপিটালসের একাদশ – ডেভিড ওয়ার্নার, যশ ধুল, ফিল সল্ট, রাইলি রোসো, আমন খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ ও অনরিখ নর্টজে।
সাবস্টিটিউট – মুকেশ কুমার, পৃথ্বী শ, প্রবীন দুবে, রিপল প্যাটেল ও অভিষেক পোড়েল।
-
CSK একাদশ
চেন্নাই সুপার কিংসের একাদশ : ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বাতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা
সাবস্টিটিউট -মাথিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং।
-
টস আপডেট
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের।
-
নয়াদিল্লিতে আজ হলুদ ঝড় উঠবে?
ভেনু থেকে প্রতিপক্ষ বদলে গেলেও, ধোনিকে নিয়ে উন্মাদনা বদলায় না। যে কারণে, আজ রাজধানীতেও হলুদ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত জেনে নিন – MS Dhoni in IPL 2023: রাজধানীতে মাহি ম্যানিয়া, ‘ধোনি’ গর্জন আর হলুদ ঝড়ের অপেক্ষা
-
DC vs CSK ম্যাচে তৈরি হতে পারে যে সকল রেকর্ড
চলতি আইপিএলে আট নম্বর জয় পেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে চেন্নাই। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের আর হারানোর কিছু নেই। বরং ওয়ার্নাররা জয় দিয়ে মরসুম শেষ করার লক্ষ্যেই নামবেন। আজ দিল্লি বনাম সিএসকের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
বিস্তারিত জেনে নিন – IPL 2023 : দিল্লির বিরুদ্ধে যে মাইলস্টোন গড়ে ধোনি-জাডেজারা পেতে পারেন প্লে অফের টিকিট
-
পয়েন্ট টেবলে কোথায় সিএসকে
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে সিএসকে।
-
পয়েন্ট টেবলে দিল্লি কোথায়
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে দিল্লি।
Published On - May 20,2023 2:30 PM