DC vs MI, IPL 2022 Match 2 Result: কাজে দিল না ঈশানের ইনিংস, ললিত-অক্ষর জুটিতে ৪ উইকেটে জয় পন্থের দিল্লির
Delhi Capitals vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আইপিএলের শুভ সূচনা হয়ে গিয়েছে শনিবার (২৬ মার্চ)। রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। এ বারের আইপিএলের (IPL 2022) দ্বিতীয় দিনই ডাবল হেডার রয়েছে। সুপার সানডের ডাবল হেডারের প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নেমেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। আইপিএলের সব থেকে সফল দল মুম্বই। পাঁচবার ট্রফির স্বাদ পেয়েছে মুম্বই। অন্যদিকে দিল্লি একবারও ট্রফির স্বাদ পায়নি। রোহিতের নেতৃত্বে মুম্বই ছয় নম্বর আইপিএল শিরোপা জয়ের জন্য ঝাঁপাবে। আর পন্থের টিমও চাইবে এই মরসুমে অধরা মাধুরী লাভ করতে। দিল্লি এর আগে ২০২০ সালের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু সেখানে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল। নতুন মরসুমে নতুন ফর্ম্যাটে খেলা হচ্ছে আইপিএলের। এ বারের আইপিএলে খেলছে ১০টি দল। যার ফলে আগের থেকে প্রতিযোগিতার জায়গায়ও বেশি।
সুপার সানডে-র ডাবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছিল রোহিত শর্মার মুম্বই। ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ঈশান কিষাণ। ৭ রানে নট আউট ড্যানিয়েল স্যামস। ঋষভ পন্থের দিল্লির সামনে টার্গেট ছিল ১৭৮। টস জেতার পর ম্যাচও জিতে নিল দিল্লি ক্যাপিটালস। পিছিয়ে থেকেও শেষ অবধি ম্যাচ জিতে মাঠ ছাড়লেন ঋষভ পন্থরা। ১০ বল বাকি থাকতেই দিল্লিকে জেতালেন অক্ষর-ললিত জুটি। অক্ষর ৩৮ রানে নট আউট ছিলেন এবং ললিত ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
Key Events
দিল্লির ওপেনিং ব্যাটার ঈশান কিষাণ ৪৮ বলে ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটারের ৮১ নট আউট ইনিংসটা কাজে এল না। ১৭৮ রানের টার্গেট দিয়েও আইপিএল যাত্রা হার দিয়েই শুরু করতে হল মুম্বইকে।
সুপার সানডে-র ডাবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছিল রোহিত শর্মার মুম্বই। পিছিয়ে থেকেও শেষ অবধি ম্যাচ জিতে মাঠ ছাড়লেন ঋষভ পন্থরা। ১০ বল বাকি থাকতেই দিল্লিকে জেতালেন অক্ষর-ললিত জুটি। অক্ষর ৩৮ রানে নট আউট ছিলেন এবং ললিত ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
LIVE Cricket Score & Updates
-
৪ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস
টস জেতার পর ম্যাচও জিতে নিল দিল্লি ক্যাপিটালস। পিছিয়ে থেকেও শেষ অবধি ম্যাচ জিতে মাঠ ছাড়লেন ঋষভ পন্থরা। ১০ বল বাকি থাকতেই দিল্লিকে জেতালেন অক্ষর-ললিত জুটি। অক্ষর ৩৮ রানে নট আউট ছিলেন এবং ললিত ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
-
খেলা বাকি ২ ওভারের
ম্যাচ জিততে দিল্লির চাই আর মাত্র ৪ রান। ললিত-অক্ষর জুটিতে জয়ের সামনে দিল্লি ক্যাপিটালস
-
-
১৫ ওভারে দিল্লি ১২২/৬
খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে ললিত যাদব ও অক্ষর প্যাটেল। ম্যাচ জেতার জন্য দিল্লির এখনও প্রয়োজন ৫৬ রান
-
১০ ওভারে দিল্লি ৭৭/৫
ম্যাচ জিততে পন্থের দিল্লির এখনও প্রয়োজন ১০১ রান। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৭৭ রান।
-
রোভম্যান আউট
খাতা খোলার আগেই উইকেট দিয়ে বসলেন ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল। বাসিল থাম্পি এক ওভারে নিলেন দুটি উইকেট।
-
-
পৃথ্বী আউট
পৃথ্বী শ-র উইকেট তুলে নিলেন বাসিল থাম্পি। ৩৮ রান করে মাঠ ছাড়লেন দিল্লির ওপেনার
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
-
৫ ওভারে দিল্লি ৪০/৩
খেলা বাকি ১৫ ওভারের। ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ১৩৮ রান
-
পন্থ আউট
ঋষভ পন্থের উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। টাইমাল মিলস ফেরালেন পন্থকে। ১ রান করে মাঠ ছাড়লেন পন্থ।
-
মনদীপ আউট
টিম সেইফার্টের পর মনদীপ সিংয়ের উইকেট তুলে নিলেন মুরুগান অশ্বিন। দ্বিতীয় উইকেট হারাল দিল্লি। শূন্যে ফিরলেন মনদীপ
-
সেইফার্ট আউট
টিম সেইফার্টের উইকেট তুলে নিলেন মুরুগান অশ্বিন। ২১ রান করে মাঠ ছাড়লেন সেইফার্ট। প্রথম উইকেট হারাল দিল্লি।
-
৩ ওভারে দিল্লি ৩০/০
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৩০ রান।
-
রান তাড়া করতে নামল দিল্লি
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন টিম সেইফার্ট ও পৃথ্বী শ।
-
মুম্বইয়ের ইনিংস শেষ
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামল রোহিত শর্মার মুম্বই। ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। ৭ রানে নট আউট ড্যানিয়েল স্যামস। ঋষভ পন্থের দিল্লির সামনে টার্গেট ১৭৮।
-
টিম ডেভিড আউট
টিম ডেভিডের উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। পঞ্চম উইকেট হারাল মুম্বই। ১২ রান করে মাঠ ছাড়লেন ডেভিড।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে রোহিতের মুম্বই
-
ঈশানের হাফসেঞ্চুরি
মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ঈশান কিষাণ ১৬.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
-
পোলার্ড আউট
কায়রন পোলার্ডের উইকেট তুলে নিয়ে দিল্লিকে চতুর্থ সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। মাত্র ৩ রান করে মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান তারকা।
-
১৫ ওভারে মুম্বই ১১৮/৩
খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে ঈশান কিষাণ ও কায়রন পোলার্ড। ১৫ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১১৮
-
তিলক ফিরলেন সাজঘরে
এন তিলক ভর্মার উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। তৃতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ২২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিলক।
-
তিলকের ‘তিন-চার’
কমলেশ নাগরকোটি ১৩ তম ওভারে বল করতে আসেন। এই ওভারে তিনটি চার মেরেছেন এন তিলক ভর্মা।
-
আনমোলপ্রীত আউট
রোহিত শর্মার পর আনমোলপ্রীত সিংয়ের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন আনমোলপ্রীত।
-
১০ ওভারে মুম্বই ৭৯/১
প্রথম ১০ ওভারের খেলা শেষ। এর মধ্যে ক্যাপ্টেন রোহিতের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মুম্বই তুলেছে ৭৯ রান।
ঈশান ৩২*, আনমোলপ্রীত ৫*
-
ক্যাপ্টেন রোহিত আউট
কুলদীপ যাদব দিল্লিকে এনে দিলেন প্রথম সাফল্য। মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেট তুলে নিলেন কুলদীপ। ৪১ রান করে মাঠ ছাড়লেন হিটম্যান।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান তুলেছে মুম্বইয়ের ওপেনিং জুটি।
রোহিত ৩০*, ঈশান ২২*
-
৫ ওভারে মুম্বই ৪৮/০
শুরুটা ভালোই করল মুম্বইয়ের ওপেনিং জুটি। ৫ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৪৮ রান তুলে ফেলেছেন হিটম্যানরা।
-
৩ ওভারে মুম্বই ২৫/০
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে মুম্বই।
রোহিত ১২*, ঈশান ১৩*
-
মুম্বইয়ের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
-
মুম্বইয়ের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, আনমোলপ্রীত সিং, কায়রন পোলার্ড, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, ড্যানিয়েল স্যামস, জশপ্রীত বুমরা, টাইমাল মিলস, বাসিল থাম্পি।
Ek aur ek gyarah…#DilKholKe khel le mere yaara! ?
Here's our ??????? ?? for #DCvMI ?⚔️#OneFamily #MumbaiIndians @Dream11 pic.twitter.com/nSCcPGueyd
— Mumbai Indians (@mipaltan) March 27, 2022
-
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, টিম সেইফার্ট, মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার),রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, খালিল আহমেদ, কমলেশ নাগরকোটি ও কুলদীপ যাদব।
DC Debuts for ▶️ Tim, Mandeep, Powell, Khaleel, Shardul, Nagarkoti & Kuldeep ?
???? ?? ??? ??? ???? ???? ??????? ?? ??? ??????? ???? ??#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvMI #TATAIPL | #IPL | #DelhiCapitals @aplapollo_tubes pic.twitter.com/FyLESRNjFg
— Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2022
-
টস আপডেট
টসে জিতল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পন্থ।
-
ম্যাচের আগে সাক্ষাৎ
জাহির খানের সঙ্গে ম্যাচের আগে আলোচনার শার্দূল ঠাকুর।
Pre-match catch-ups ?✅#TATAIPL | #DCvMI pic.twitter.com/twUBlnbJ2K
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
-
ব্র্যাবোর্নে হাজির পন্থের দিল্লি
৩টে ৩০ মিনিটে শুরু হবে রোহিত-পন্থ দ্বৈরথ। রবিবারের প্রথম ম্যাচের জন্য ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পৌঁছে গেলেন ঋষভ পন্থরা।
Make way for the DC Tigers ?
1️⃣st #IPL2022 match ?? LOADING… ?
Music Credits – Believer by Imagine Dragons#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvMI | @TajMahalMumbai pic.twitter.com/BtXMkQz3e9
— Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2022
-
ম্যাচ ডে-র মুডে পন্থের দিল্লি
৫ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-১৫-র অভিযান শুরু করতে চলেছে ঋষভ পন্থের দিল্লি।
???????? ????? ?❤️#IPL2022 mein, Yeh D̶i̶l̶ ????? Maange More ?#YehHaiNayiDilli | #DCvMI#IPL | #TATAIPL | #DelhiCapitals pic.twitter.com/yKtV2VZZUW
— Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2022
-
লিটল মুম্বই পল্টন স্টেডিয়ামের পথে
আর এক ঘণ্টা পর শুরু হবে দিল্লি-মুম্বই দ্বৈরথ। সেই দ্বৈরথ দেখার জন্য স্টেডিয়ামের পথে মুম্বইয়ের দুই খুদে পল্টন, রোহিত শর্মার মেয়ে সামাইরা ও টাইমাল মিলসের কন্যা।
आपली छोटी पलटन are on their way to Brabourne! ?️?#OneFamily #DilKholKe #MumbaiIndians #DCvMI @ImRo45 @tmills15 MI TV pic.twitter.com/8Fs4qyePyI
— Mumbai Indians (@mipaltan) March 27, 2022
-
নজর রাখুন হেড টু হেডে
৩০ বারের মুখোমুখি সাক্ষাতে ১৬ বার জিতেছে মুম্বই। বাকি ১৪ বার দিল্লি। আজকের ম্যাচ শুরু দুপুর সাড়ে ৩টেয়। ফলে অনেক কিছুই মাথায় রাখতে হচ্ছে দুই দলকে। ২০১৫ সালে শেষ বার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১১টা আইপিএলের ম্যাচের মধ্যে ৬ বার প্রথমে ব্যাট করা দল জয়ী হয়েছে। ব্র্যাবোর্নের উইকেটে গড় রান ১৭৩। দুপুরে খেলা হওয়ায় শিশির ফ্যাক্টর থাকছে না।
Published On - Mar 27,2022 2:30 PM