DC vs PBKS LIVE Score, IPL 2022: মায়াঙ্কের পঞ্জাবকে হারিয়ে ৯ উইকেটে জয়ী পন্থের দিল্লি
Delhi Capitals vs Punjab Kings Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

মুম্বই: আজ, বুধবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। দিল্লি শিবিরে করোনার কারণে যে ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা ছিল, সেই ম্যাচ থেকেই দাপটের সঙ্গে ২ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়ল পন্থের দিল্লি। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। আজ রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল প্রীতির দল। নির্ধারিত ২০ ওভারে দিল্লির স্পিনারদের দাপটে ১১৫ রানে গুটিয়ে যায় মায়াঙ্কের পঞ্জাব। ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ছিল ১২০ বলে ১১৬ রান। ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরুটা করেন দিল্লির ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। মাত্র ১ উইকেট হারিয়ে ৫৭ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় দিল্লি।
Key Events
দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার কারণে যে ম্যাচ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই ম্যাচেই ৯ উইকেটে জিতে ২ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থরা।
এই ম্যাচে দিল্লির জয়ের পর আইপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে উঠে এল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। আর হেরে আট নম্বরে নেমে গেল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস।
LIVE Cricket Score & Updates
-
৯ উইকেটে জয়ী পন্থের দিল্লি
৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।
-
১০ ওভারে দিল্লি ১১৩/১
- খেলা বাকি এখনও ১০ ওভারের।
- ১ উইকেট হারিয়ে প্রথম ১০ ওভারের মধ্যে ১১৩ রান তুলে নিয়েছে দিল্লি।
-
-
ওয়ার্নারের হাফসেঞ্চুরি
পঞ্জাবের বিরুদ্ধে ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।
-
পৃথ্বী আউট
দিল্লির ওপেনার পৃথ্বী শ-র উইকেট তুলে নিলেন রাহুল চাহার। ৪১ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- কোনও উইকেট না হারিয়ে প্রথম ৬ ওভারে ৮১ রান তুলে ফেলেছে দিল্লির ওপেনিং জুটি।
-
-
৫ ওভারে দিল্লি ৭৫/০
- খেলা বাকি ১৫ ওভারের।
- প্রথম ৫ ওভারে সফল দিল্লি।
- কোনও উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে ফেলেছে দিল্লি।
- জয়ের জন্য দিল্লির প্রয়োজন আর ৪১ রান।
-
৩ ওভারে দিল্লি ৪৩/০
- প্রথম ৩ ওভারের খেলা শেষ
- কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে দিল্লি
-
রান তাড়া করতে নামল দিল্লি
ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।
-
১১৫ রানে থামল পঞ্জাব
নির্ধারিত ২০ ওভারে অলআউট হলে গিয়ে ১১৫ রান তুলেছে পঞ্জাব।
-
রাহুল চাহার আউট
ললিত যাদব তুলে নিলেন রাহুল চাহারের উইকেট। ১২ রান করে সাজঘরে ফিরলেন রাহুল।
-
১৭ ওভারে পঞ্জাব ১০৪/৮
- খেলা বাকি আর মাত্র ৩ ওভারের।
- ১৭ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৮ উইকেটে ১০৪।
-
শাহরুখ আউট
শাহরুখ খানের উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। ১২ রান করে মাঠ ছাড়লেন শাহরুখ খান। আট নম্বর উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব।
-
নাথান আউট
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। কোনও রান না করেই মাঠ ছাড়লেন নাথান এলিস।
-
রাবাডা আউট
হুড়মুড়িয়ে উইকেট পড়ছে পঞ্জাবের। ২ রান করে মাঠ ছাড়লেন কাগিসো রাবাডা। কুলদীপ যাদব দিল্লিকে এনে দিলেন ছয় নম্বর উইকেট।
-
জিতেশ শর্মা আউট
অক্ষর প্যাটেল তুলে নিলেন পঞ্জাবের পঞ্চম উইকেট। আউট হলেন জিতেশ শর্মা। ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন জিতেশ।
-
১০ ওভারে পঞ্জাব ৭৭/৪
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- এই ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে পঞ্জাব স্কোরবোর্ডে তুলেছে ৭৭ রান।
- ক্রিজে রয়েছেন শাহরুখ খান ও জিতেশ শর্মা।
-
বেয়ারস্টো আউট
জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। মাত্র ৯ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে পঞ্জাব কিংস।
-
লিয়াম লিভিংস্টোন আউট
লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন ললিত যাদব। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন লিভিংস্টোন।
-
৫ ওভারে পঞ্জাব ৪৪/২
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে পঞ্জাব।
- চতুর্থ ওভারের চতুর্থ বলে শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন ললিত যাদব।
- পঞ্চম ওভারের তৃতীয় বলে পঞ্জাব অধিনায়কের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।
-
মায়াঙ্ক আউট
পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। ২৪ রান করে সাজঘরে ফিরলেন পঞ্জাব নেতা।
-
শিখর ধাওয়ান আউট
শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন ললিত যাদব। প্রথম সাফল্য পেল দিল্লি। মাত্র ৯ রান করে সাজঘরে ফিরলেন গব্বর।
-
৩ ওভারে পঞ্জাব ২৭/০
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- শুরুর তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে পঞ্জাব।
- মায়াঙ্ক ব্যাট করছেন ২২ রানে।
- শিখর রয়েছেন ৩ রানে।
-
পঞ্জাবের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান।
-
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ ও কুলদীপ যাদব।
Time to put up a show in #DCvPBKS ?
Just the one change in the XI as Sarfaraz Khan comes in for Mitchell Marsh. #YehHaiNayiDilli | #IPL2022 |#TATAIPL | #IPL | #DelhiCapitals | @Dream11 pic.twitter.com/dhlnqpfLHa
— Delhi Capitals (@DelhiCapitals) April 20, 2022
-
পঞ্জাবের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, নাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, বৈভব আরোরা।
2 changes for us tonight – #CaptainPunjab and Ellis come in for Prabh and Odean! ?#SaddaPunjab #PunjabKings #DCvPBKS #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/CHBfn5StMM
— Punjab Kings (@PunjabKingsIPL) April 20, 2022
-
টস আপডেট
টসে জিতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ শুরুতে ব্যাটিংয়ে পাঠালেন মায়াঙ্কের পঞ্জাব কিংসকে।
-
নর্থান ডার্বির জন্য তৈরি পঞ্জাব
পন্থের দিল্লির মুখে নামতে চলেছে মায়াঙ্কের পঞ্জাব। নর্থান ডার্বির জন্য তৈরি মায়াঙ্কের পঞ্জাব।
?s are off for the #NorthernDerby ?#SaddaPunjab #PunjabKings #DCvPBKS #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/jun7oXlnKh
— Punjab Kings (@PunjabKingsIPL) April 20, 2022
-
এক নজরে দেখে নিন হেড টু হেড
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও পঞ্জাব। যার মধ্যে ১৩ বার জিতেছে দিল্লি। আর ১৫ বার জিতেছে পঞ্জাব।
-
সূচি অনুযায়ী হবে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ
মিচেল মার্শ সহ দিল্লির পাঁচজন আক্রান্ত হয়েছিলেন আগেই। ব়্যাপিড টেস্টে এ বার করোনা পজিটিভ এসেছে টিম সিফার্টের (Tim Seifert)। কিন্তু তাও সূচি মেনে হবে দিল্লি-বনাম পঞ্জাব ম্যাচ।
-
বদলে গেল দিল্লি বনাম রাজস্থান ম্যাচের ভেনু
আর এক ঘণ্টা পর মুখোমুখি হতে চলেছে দিল্লি-পঞ্জাব। তার আগে আইপিএলের তরফে জানিয়ে দেওয়া হল ২২ এপ্রিল হতে চলা দিল্লি বনাম রাজস্থানের ম্যাচের ভেনু বদলে গেল। পুনেতে হওয়ার কথা ছিল সেই ম্যাচ। তার বদলে এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে।
? NEWS ?: Wankhede Stadium to host Delhi Capitals versus Rajasthan Royals on April 22. #TATAIPL
Match No. 32 involving Delhi Capitals and Punjab Kings scheduled today at Brabourne – CCI will go ahead as per the schedule.
More Details ?https://t.co/dlkJjGhguC
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
Published On - Apr 20,2022 6:30 PM
