Sourav Ganguly: দিল্লির সাপ্লাই লাইন তৈরিতে ইডেনে বাংলার ম্যাচে নজর সৌরভের!

Delhi Capitals: রঞ্জির কোয়ার্টার ফাইনাল দেখার পাশাপাশি কিছু প্ল্যানিংও হয়তো সেরে রাখলেন সৌরভ। কোনও ক্রিকেটার ভালো পারফর্ম করলেই, উঠে আসবেন সৌরভের নোটবুকে। কে বলতে পারে, হয়তো ঠাঁই হতে পারে আইপিএলেও!

Sourav Ganguly: দিল্লির সাপ্লাই লাইন তৈরিতে ইডেনে বাংলার ম্যাচে নজর সৌরভের!
Image Credit source: OWN Arrangement
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2023 | 5:19 PM

কলকাতা: ইডেনে বাংলার রঞ্জি ম্যাচ দেখতে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা আর ঝাড়খণ্ড। প্রথম দিনই ইডেনে এসে বাংলার খেলা দেখলেন মহারাজ। সৌরভের ভূমিকা এখন পাল্টে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সভাপতি হওয়ার আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর আবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ। তবে এ বার অনেক বড় ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের সমগ্র ক্রিকেট বিভাগের দেখভালের দায়িত্বেই আছেন তিনি। মেয়েদের দলেও কোচিং স্টাফ নিয়োগে কার্যকরী ভূমিকা নিচ্ছেন সৌরভ। আইপিএলের জন্য পরের মাস থেকেই অনুশীলন শুরু করে দেবে রিকি পন্টিংয়ের দল। বিস্তারিত TV9Bangla-য়।

রঞ্জির কোয়ার্টার ফাইনাল দেখার পাশাপাশি কিছু প্ল্যানিংও হয়তো সেরে রাখলেন সৌরভ। সূত্রের খবর, আইপিএলে দিল্লির দলের সাপ্লাই লাইন তৈরির জন্যই রঞ্জির ম্যাচে নজর রাখছেন মহারাজ। কোনও ক্রিকেটার ভালো পারফর্ম করলেই, উঠে আসবেন সৌরভের নোটবুকে। কে বলতে পারে, হয়তো ঠাঁই হতে পারে আইপিএলেও! এমনিতেই বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের স্পটারদের দেখতে পাওয়া যায়। বিশেষ করে, আইপিএল নিলামের আগে স্পটাররা বিভিন্ন জায়গায় খেলা দেখে থাকেন। এ বারের নিলাম শেষ হয়ে গেলেও, পরের বছরে দিল্লির দলের জন্যই হয়তো ব্লু প্রিন্ট সাজিয়ে রাখছেন সৌরভ।

ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ। ইডেন ছাড়ার পর সেই কথা নিজের মুখেই জানান তিনি। বাংলার মেয়ে তিতাস সাধুর বোলিংও বেশ মুগ্ধ করেছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। কয়েকদিন বাদেই শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। কোহলি, রোহিতদের ভালো খেলার ব্যাপারেও আশার সুর শোনালেন সৌরভ।

এ দিকে মেয়েদের আইপিএল দলের বোলিং কোচ হওয়ার জন্য ঝুলন গোস্বামীকে প্রস্তাব দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সে ব্যাপারে কথা অনেকটাই এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে মুম্বইয়ে আছেন ঝুলন।