Nandigram: শুভেন্দুর নন্দীগ্রামেই বিজেপিতে বড়সড় ভাঙন, একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন একের পর এক নেতা

Nandigram: দলত্যাগীদের দাবি, বর্তমানে নন্দীগ্রামে যেভাবে বিজেপি চলছে তাতে তাঁরা ক্ষুব্ধ। ন্দীগ্রামে পরপর দুজন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক অস্থিরতা তৈরি করেছে। এমনকী যে সব গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

Nandigram: শুভেন্দুর নন্দীগ্রামেই বিজেপিতে বড়সড় ভাঙন, একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন একের পর এক নেতা
চর্চা এলাকার রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 11:53 AM

নন্দীগ্রাম: খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। তা নিয়েই জোর চর্চা পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে। এদিন নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করন, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস-সহ প্রায় ৫০ জন-সহ বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের লোকজন বিজেপি ছাড়লেন। 

দলত্যাগীদের দাবি, বর্তমানে নন্দীগ্রামে যেভাবে বিজেপি চলছে তাতে তাঁরা ক্ষুব্ধ। ন্দীগ্রামে পরপর দুজন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক অস্থিরতা তৈরি করেছে। এমনকী যে সব গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। দলত্যাগীরা বলছেন, সবটা উচ্চ নেতৃত্বকে বারবার বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বদল হয়নি পরিস্থিতির। সে কারণেই দীর্ঘদিন থেকেই চাপা ক্ষোভ বাড়ছিল দলীয় নেতৃত্বের উপর। আর সেই ক্ষোভ থেকেই শেষ পর্যন্ত একজোট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত। 

এই খবরটিও পড়ুন

দলত্যাগী নেতা অশোক করন বলছেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি। কোনও অস্থিরতা তৈরি করতে রাজনীতি করি না। বর্তমানে নন্দীগ্রামে যা অবস্থা তার বদল চাই। বিজেপির নেতারা এখানে যা করছেন তা ভবিষ্যতের জন্য ভাল নয়।”