Digha: নতুন বছরে দিঘায় নতুন উদ্যোগ, বাড়তি পাওনা পর্যটকদের
Digha: রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় আসতে চলেছেন এই উৎসবের হাত ধরে। নানা বিষয়ে অংশ নিতে চলেছেন। অংশ নিতে চলেছে প্রতিবেশী রাজ্যগুলির মিষ্টি ব্যবসায়ীরাও।
দিঘা: বছরের শুরুতেই নতুন আকর্ষণ দিঘায়। ফের উৎসব। জানুয়ারির ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত সৈকত শহরে হতে চলেছে তিনদিনের মিষ্টি উৎসব। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে উৎসবের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিজে না থাকলেও মন্ত্রী মানসরঞ্জন ভুইয়া, স্থানীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে থাকতে বলেছেন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় আসতে চলেছেন এই উৎসবের হাত ধরে। নানা বিষয়ে অংশ নিতে চলেছেন। অংশ নিতে চলেছে প্রতিবেশী রাজ্যগুলির মিষ্টি ব্যবসায়ীরাও। অংশ নিতে চলেছেন প্রায় ৬ হাজার মিষ্টি ব্যবসায়ী। দিঘার বিশ্ববাংলা কনভেনশন হলে বসতে চলেছে উৎসবের আসর।
এই খবরটিও পড়ুন
৭ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে উৎসবের। এদিকে ডিসেম্বর থেকে জানুয়ারিতে প্রতি বছরই পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যায় দিঘা-মন্দারমণিতে। এবার মিষ্টি উৎসব পর্যটকদের নতুন আমেজ দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। থাকছে ৫০ এর বেশি স্টল। শুধু মিষ্টি নয়, মিষ্টি তৈরির নানা উপকরণ, যন্ত্রপাতি নিয়েও হাজির থাকছেন ব্যবসায়ীরা।