DC vs RR IPL 2022 Match Prediction: আজ আইপিএলের মঞ্চে চাহাল বনাম কুলদীপ যুদ্ধ
Delhi Capitals vs Rajasthan Royals: গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রায় ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে জয় তুলে নিয়েছিল। অন্য দিকে, রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আবার ছন্দে সঞ্জু স্যামসনের দল।
মুম্বই: আজ আইপিএলে (IPL 2022) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ বারের আইপিএলে করোনা থাবা বসিয়েছে। গোটা ধাক্কাটাই হজম করতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। মোট ৬জন সংক্রমিত, যার মধ্যে আছেন ২ ক্রিকেটার। দুটো ম্যাচের স্থান বদল হয়েছে। কোচ পন্টিং নিজেও বলেছেন প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যে একটাই ভালো খবর, জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়েছে দিল্লি। অন্য দিকে রাজস্থান রয়্যালস এ বারের খেতাবের অন্যতম দাবিদার। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। ৭ রানে জয়। আইপিএলের ইতিহাস বলছে, দুই দল খেলেছে ২৪টি ম্যাচ। লড়াইয়ের দাড়িপাল্লা সমান সমান। ১২টি করে জয় পেয়েছে দিল্লি ও রাজস্থান।
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রায় ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে জয় তুলে নিয়েছিল। দেওয়ালে পিঠে ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়াতে পেরেছে দলটা। এটাই সব থেকে বেশি স্বস্তি দিচ্ছে কোচ পন্টিংকে। দলে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও করোনার জন্য দলের ক্রিকেটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেটা কাটিয়ে তোলাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ।
অন্য দিকে, রাজস্থান রয়্যালস এ বারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তবে দুরন্ত শুরু করেও মাঝে ধাক্কা খেতে হয়েছে তাদের। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আবার ছন্দে সঞ্জু স্যামসনের দল। এ বারের লিগে তারা কেমন খেলছে তার প্রমাণ দিচ্ছে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। সর্বাধিক রান করা জস বাটলার বা সর্বাধিক উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহাল রাজস্থানের। আগের ম্যাচে বাটলার সেঞ্চুরি করেছেন, চাহাল হ্যাটট্রিক করেছেন। সঞ্জুর আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ আছে।
আজকের লড়াইটা আরও একটা কারণে নজর কাড়তে চলেছে। দুই স্পিনারের লড়াই। দিল্লির বোলিংয়ের হালটা ধরে রেখেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অন্য দিকে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) সঞ্জুর বড় অস্ত্র। একটা সময় এই দুই স্পিনারের হাত ধরে একের পর এক ম্যাচ জিতেছে বিরাটের টিম ইন্ডিয়া। কুলদীপ ও চাহালের কাছে এ বারের আইপিএলটা জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াই। আজ তাই ‘কুল-চা’ জুটির নয়, কুল ও চায়ের একে অপরের সঙ্গে লড়াই।
আরও পড়ুন : IPL 2022: চাহাল-ধনশ্রীর নতুন ভিডিওয় কমেন্ট বাটলারের