ধর্মশালা: সংকটে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। হিমালয়ের কোলে অবস্থিত এই স্টেডিয়ামটিকে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়ামগুলির মধ্যে ধরা হয়। সেখানেই বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে, পাঁচদিনের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয় ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম (Dharamsala HPCA Stadium)। মার্চ মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত তৃতীয় টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। বিসিসিআই এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শীঘ্রই বোর্ডের পর্যবেক্ষক দল ধর্মশালার পিচ কিউরেটরের সঙ্গে দেখা করবেন। ম্যাচ আয়োজনের বিষয়ে গ্রিন সিগন্যাল দিলে তবেই ধর্মশালায় বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়াতে পারে। কী কারণে এই পরিস্থিতি? তুলে ধরল TV9 Bangla।
আসলে ধর্মশালায় সম্প্রতি নতুনভাবে নিষ্কাশন ব্যবস্থার কাজ শুরু হয়েছে। আশা ছিল টেস্ট সিরিজের আগে শেষ হয়ে যাবে কাজ। কিন্তু সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের জেরে এই নতুন সিস্টেমের বসানোর কাজও বিঘ্নিত হয়েছে। যে কারণে স্টেডিয়ামের আউটফিল্ড এখনও তৈরি নয়। তাই আগামী কিছুদিনে রোদের দেখা না মিললে ধর্মশালা পড়ে যাবে প্রবল ধর্মসংকটে। তবে মাঠের আউটফিল্ড তৈরি হয়ে গেলেও আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ধর্মশালার মাঠে নতুন করে পিচ এবং আউটফিল্ড তৈরির পর এখনও একটিও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি। আন্তর্জাতিক ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার ক্ষেত্রে এটি সাধারণ প্রক্রিয়া।
হাতে খুব কম সময়। এর মধ্যে ধর্মশালা স্টেডিয়াম ম্যাচের জন্য প্রস্তুত না হলে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিকল্প হিসেবে ভাইজ্যাগ, মোহালি স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে। এই স্টেডিয়ামে খেলা শেষ টেস্ট ম্যাচটি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল ২০১৭ সালে। সেই ম্যাচে চোটের কারণে দলের বাইরে থাকা বিরাট কোহলির পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ সেঞ্চুরি হাঁকান। যদিও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার অনবদ্য পারফরম্যান্সে ভারত আট উইকেটে জয়ী হয় ।