নয়াদিল্লি: বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে ভিন্নমত থাকে। একটা বিষয় সকলেই অবশ্য মেনে নেন, বিরাটের নেতৃত্বেই ভারত টেস্ট ক্রিকেটে সেরা সাফল্য পেয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস কোহলির নেতৃত্বেই। টেস্টে ধারাবাহিক সাফল্যের অন্যতম কারণ বোলিং আক্রমণ। ভারতের ব্যাটিং বিভাগ বরাবরই ভরসা দেয়। বাকি দেশগুলির এ দিক থেকে ঈর্ষাও হয়। ব্যাটিং দাপটে ম্যাচ জেতা ভারতের কাছে নতুন নয়। কিন্তু পেস বোলাররা ম্য়াচ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এই চিত্র ভারতীয় ক্রিকেটে দেখা যায় বিরাট কোহলির নেতৃত্বেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এমন অনেক দেশে একটা সময় খেলতে যাওয়া মানে অপেক্ষায় থাকত গ্রিনটপ। ক্রমশ চিত্রটা বদলাতে থাকে। ভারতীয় বোলিং আক্রমণ শক্তিশালী হওয়ার কারণেই। কোহলির জন্য পুরো বোলিং লাইন আপ সাজিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিই। এমনটাই বলছেন ইশান্ত শর্মা। ব্য়াখ্যাও করলেও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মহেন্দ্র সিং ধোনিকে ২০০৭ ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন। সীমিত ওভারে ২০০৭ থেকে ২০১৭ অবধি জাতীয় দলে ক্যাপ্টেন্সি করেছেন। টেস্ট ক্যাপ্টেন্সি করেন ২০০৮ থেকে ২০১৪। অস্ট্রেলিয়ায় ২০১৪ সালে সিরিজের মাঝপথেই কোহলির হাতে টেস্ট নেতৃত্ব তুলে দেন ধোনি। তাঁর নেতৃত্বেই অভিষেক হয়েছিল মহম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরার মতো পেসারদের। জিও সিনেমায় একটি অনুষ্ঠানে ইশান্ত শর্মা বলেন, ‘বিরাট ক্যাপ্টেন্সি পাওয়ার সময় বোলিং আক্রমণ কমপ্লিট ছিল। মাহি ভাইয়ের নেতৃত্বে আমরা যখন খেলছি, ভারতীয় ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। সামি, উমেশরা নতুন। সিনিয়র বলতে আমি। প্রত্যেককেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিতেন।’
ধোনির হাত থেকে ব্যাটন পেয়ে তা সাফল্যের সঙ্গে এগিয়ে যান কোহলি, এমনটাই মত ইশান্তের। বলেন, ‘বিরাটের সবচেয়ে বড় ইতিবাচক দিক, প্রত্যেকের বিশেষত্ব খুঁজে নিয়েছিল। প্রত্যেককে তাদের মতো করেই খেলার মাঠে ব্যবহার করতেন। অধিনায়ক হিসেবে বিরাট আগ্রাসী। নতুন বলে পাঁচ ওভারে ২৫ রান খরচ করে যদি ২টি উইকেট আসে, কোনও সমস্যা নেই। প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দিত।’
টেস্ট ক্রিকেটের পাশাপাশি সীমিত ওভারেও দ্বিপাক্ষিক সিরিজে দারুণ সাফল্য অধিনায়ক বিরাটের। তবে আইসিসি টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিততে না পারাটাই হয়তো পিছিয়ে রেখেছে বিরাট কোহলিকে।