নয়াদিল্লি: টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ান ডে। তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সর্বকালের সেরাদের তালিকায় রাখা হয় কিং কোহলিকে। আচ্ছা, তিনি টি-১০ ক্রিকেটে খেললে? বিভিন্ন দেশেই ১০ ওভারের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য হয়েছে মাস্টার্স টি১০ লিগ। সেখানে খেলতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের। গৌতম গম্ভীর থেকে শুরু করে অনেকেই ছিলেন। এই লিগে খেলেছেন রবিন উথাপ্পাও। তাঁর ইচ্ছে, বিরাট কোহলিকেও এই ফরম্যাটে খেলতে দেখার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাস্টার টি১০ লিগে আটলান্টা রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন উথাপ্পা। বিরাট প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, টি১০ ফরম্যাট দীর্ঘস্থায়ী হবে। দর্শকদের জন্য দারুণ বিনোদন। দ্বিতীয়ত, ক্রিকেটের নতুন দিক খুলেছে এই ফরম্যাটের সৌজন্যে। টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আশা করছি, কোনও না কোনও সময় ভারতেও এই ফরম্যাটের লিগ চালু হবে। বর্তমান ক্রিকেটারদের হয়তো এই লিগে খেলতে দেখা যাবে।’
বর্তমান ক্রিকেটারদের এই ফরম্যাটে খেলতে দেখার চেয়ে বরং বিরাটকে খুব বেশি করে দেখতে চান, সেটাই প্রকাশ করেন উথাপ্পা। বলছেন, ‘সত্যি বলতে, বিরাট কোহলিকে এই ফরম্যাটে দেখতে চাই। টি১০ ক্রিকেটে আলাদা মাত্রা এনে দেবে। ওয়ান ডে ফরম্যাটে সর্বকালের সেরাদের মধ্যে একজন বিরাট। ও নিজের খেলায় নতুন দিগন্ত খুঁজে পেতে পারে টি১০ ফরম্যাটে।’
ক্রিকেট বিশ্বে চেজ মাস্টার হিসেবে আলাদা পরিচিতি রয়েছে বিরাটের। সব ফরম্যাটেই প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক বা দেশের জার্সিতে, টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের মুন্সিয়ানা অজানা নয়। দীর্ঘ ফরম্যাটেও বিভিন্ন ক্ষেত্রে বিরাটের ইনিংসে টি-টেন সুলভ পারফরম্যান্স দেখা গিয়েছে। আলাদা করে এই ফরম্যাটে খেললে!