মুম্বই: টেকনিক্য়ালি এর নাম ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ (DRS)। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে যা হয়ে গিয়েছে ‘ধোনি রিভিউ সিস্টেম’। বিশ্বের তাবড় তাবড় আম্পায়ারও ধোনি (MS Dhoni) রিভিউ নিলে চাপে পড়ে যান। সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে ধরা যাক শনিবার রাতের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্য়াচের কথা। বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে সুইপ খেলেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। লেগ স্টাম্পের অনেকটা বাইরে বল (IPL 2023)। কট বিহাইন্ডের আবেদন করা সত্ত্বেও আউট দেননি অনফিল্ড আম্পায়ার। আবেদনে সাড়া না দিয়ে ওয়াইড বল ঘোষণা করেন আম্পায়ার। ধোনিও একমুহূর্ত দেরি করেননি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন। রিপ্লে-তে সবটা পরিষ্কার হয়ে যায়। আম্পায়ার সিদ্ধান্ত বদলান। বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে ডাগআউটে ফিরতে হয়। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
কালের নিয়মে ব্যাটের ধার কমেছে। কিন্তু ৪১ বছর বয়সেও উইকেটের পিছনে মাহির ক্ষিপ্রতায় ধার কমেনি। ধোনির ক্রিকেট কেরিয়ারে এরকম বহু মুহূর্ত রয়েছে। একটা সময় এমন দৃশ্য জলভাত ছিল সমর্থকদের কাছে। এখন মাহি ম্যাজিক সহজে ধরা পড়ে না। শনি রাতে উইকেটকিপার ধোনির পুরনো মেজাজ দেখে নেটিজেনদের উত্তেজনা চেপে রাখতে পারলেন না। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মিচেল স্যান্টনারের লেগ স্টাম্পের বাইরের বলটি সুইপ খেলতে চান সূর্যকুমার যাদব। ক্যাচ নেন ধোনি। বল ব্যাটে না গ্লাভসে লেগেছে তা খালি চোখে দেখে বোঝা যায়নি। আলট্রা এজে দেখা যায় সূর্যের দস্তানায় বল লেগে ধোনির হাতে জমা হয়েছে।
Dhoni Review System™️ for a reason ?#MIvCSK #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/CkhN6bp61H
— JioCinema (@JioCinema) April 8, 2023
মুম্বইয়ের অন্যতম সেরা ব্যাটার সাজঘরে ফিরতেই নেট পাড়ায় হইচই। ‘ডিআরএস’ সিস্টেমকে পাকাপাকিভাবে ‘ধোনি রিভিউ সিস্টেম’ করার আবেদন । চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার বদ্রীনাথ মজাদার টুইট করেছেন। তাঁর প্রশ্ন, ডিআরএস-এর ‘ডি’ শব্দটার পরিবর্তন হতে পারে?
Can we rename the D in DRS?#MIvCSK #IPL2023 #CSK
— S.Badrinath (@s_badrinath) April 8, 2023