MS Dhoni: পন্থকে অনেক শুভেচ্ছা, আর ধোনির জন্য কী লিখলেন স্ত্রী সাক্ষী? পোস্ট ভাইরাল

Apr 01, 2024 | 1:03 PM

IPL 2024: ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ মাত্র ১৬ বল খেলেন ধোনি। তাতে করেন ৩৭* রান। চেন্নাই সুপার কিংস পন্থের দিল্লির কাছে হারলেও ধোনির ব্যাটিং নিয়ে আলোচনা চলছেই। রবি-রাতে ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনিও ম্যাচের শেষে একটি ইন্সটাগ্রাম স্টোরি শেয়ার করেছেন।

MS Dhoni: পন্থকে অনেক শুভেচ্ছা, আর ধোনির জন্য কী লিখলেন স্ত্রী সাক্ষী? পোস্ট ভাইরাল
MS Dhoni: পন্থকে অনেক শুভেচ্ছা, আর ধোনির জন্য কী লিখলেন স্ত্রী সাক্ষী? পোস্ট ভাইরাল
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: মরসুমের প্রথম হারের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আবার জিতেছেন সকলের হৃদয়। অবশেষে রবিবার রাতে ধোনির অনুরাগীদের তাঁকে ব্যাটিং করতে দেখার ইচ্ছেপূরণ হয়েছে। ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ মাত্র ১৬ বল খেলেন ধোনি। তাতে করেন ৩৭* রান। চেন্নাই সুপার কিংস পন্থের দিল্লির কাছে হারলেও ধোনির ব্যাটিং নিয়ে আলোচনা চলছেই। রবি-রাতে ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনিও ম্যাচের শেষে একটি ইন্সটাগ্রাম স্টোরি শেয়ার করেছেন।

দিল্লির বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ‘ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার পেয়েছেন। ভাইজ্যাগে ধোনি ভক্তদের ঢল নেমেছিল। গ্যালারিতে হলুদ জার্সির দাপট দেখা যাচ্ছিল। ধোনির অনবদ্য ব্যাটিংয়ের পরও সিএসকে জিততে পারেনি। তাঁর আপামর অনুরাগীদের মতো ধোনির স্ত্রী-ও তাঁর ব্যাটিং উপভোগ করেছেন। ধোনির একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাক্ষী লিখেছেন, ‘হাই ডিয়ার মাহি! বুঝতেই পারলাম না যে গেমটা আমরা হেরে গিয়েছি।’ সাক্ষীর এই পোস্ট থেকে পরিষ্কার তিনি ধোনিকে ব্যাট হাতে দেখে ভীষণ খুশি হয়েছেন।

সাক্ষী সিং ধোনির ইন্সটাগ্রাম স্টোরি।

ধোনির ছবি দেওয়া ওই ইন্সটাগ্রাম স্টোরিতে সাক্ষী ঋষভ পন্থকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক ঋষভ পন্থ।’ বিশাখাপত্তনমে ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। দীর্ঘদিন পর ঋষভকে তাঁর পুরনো ছন্দে দেখা গিয়েছে। যা দেখে সকলেই মুগ্ধ। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটালস। এ বার ভাইজ্যাগেই দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে। ওই ম্যাচে পন্থদের প্রতিপক্ষ শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।

Next Article