Mankading: ‘মানকাডিং’ নিয়ে মুখ খুলল পরিবার, নিয়ম বদলে যা বললেন…

Vinoo Mankad’s family: অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্য়তম কর্তা টড গ্রিনবার্গ এবং নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সংস্থার লি জের্মোন উদ্যোগ নিয়েছেন, নন স্ট্রাইকার রান আউটের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কিংবদন্তির নাম যাতে না আসে তার জন্য় সচেতনতা বাড়ানোর। তাদের মত, বারবার এই রান আউটের ক্ষেত্রে মানকাডিং শব্দটি ব্য়বহার করে বিনু মানকাড এবং তাঁর পরিবারকে অপমান করা হচ্ছে।

Mankading: 'মানকাডিং' নিয়ে মুখ খুলল পরিবার, নিয়ম বদলে যা বললেন...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 8:30 AM

মুম্বই : মানকাডিং নাকি নন স্ট্রাইকার প্রান্তে রান আউট! কোনটা শুনতে, পড়তে আগ্রহী ক্রিকেট প্রেমীরা! এই প্রশ্নেও বিতর্ক। অনেকের ধারণা মানকাডিং শব্দের ব্য়বহারে ভারতীয় ক্রিকেটার এবং তাঁর পরিবারকে অপমান করা হয়। দীর্ঘ সময় ধরেই এই বিতর্ক চলছিল। সেই কবে বিনু মানকাড নন স্ট্রাইকার প্রান্তে নিয়মের মধ্যে থেকেই রান আউট করেছিলেন। এর পর তাঁর নাম থেকেই এই রান আউট মানকাডিং হিসেবে পরিচিত। বিশ্ব ক্রিকেটে এই পরিকল্পনা তিনি প্রথম প্রয়োগ করলেও, তা চলে আসছে দীর্ঘ সময় ধরে। অনেক ক্ষেত্রে বোলাররা সতর্ক করেই ছেড়ে দেন। অনেক ক্ষেত্রে আউট করেন। নতুন করে আলোচনায় এসেছে সম্প্রতি বিগ ব্যাশে অ্যাডাম জাম্পার রান আউটের চেষ্টায়। বিস্তারিত TV9Bangla-য়।

আইসিসি নিয়মের মধ্যে থাকলেও এই আউট নিয়েও প্রচুর প্রশ্ন উঠত। আউট করা বোলার এবং দলের স্পোর্টসম্য়ান স্পিরিট নিয়ে সমালোচনা হত। সে কারণেই আইসিসি নিয়ম বদলে মানকাডিংকে পরিষ্কার রান আউটের নিয়মে রেখেছে। তবে এখনও নন স্ট্রাইকার প্রান্তে রান আউটের ক্ষেত্রে মানকাডিং শব্দ ব্য়বহার হয়। কয়েক দিন আগেই অ্যাডাম জাম্পা নন স্ট্রাইকার প্রান্তে রান আউট করেন। যদিও তাঁর বোলিং ফলো থ্রু সম্পূর্ণ হওয়ায় আউট দেওয়া হয়নি। মানকাডিং শব্দটা তখনও এসেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্য়তম কর্তা টড গ্রিনবার্গ এবং নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সংস্থার লি জের্মোন উদ্যোগ নিয়েছেন, নন স্ট্রাইকার রান আউটের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কিংবদন্তির নাম যাতে না আসে তার জন্য় সচেতনতা বাড়ানোর। তাদের মত, বারবার এই রান আউটের ক্ষেত্রে মানকাডিং শব্দটি ব্য়বহার করে বিনু মানকাড এবং তাঁর পরিবারকে অপমান করা হচ্ছে। তাঁর পরিবারকে সম্মান জানাতেই তাঁদের এই উদ্যোগ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বিনু মানকাডের পৌত্র হর্ষ মানকাড এ প্রসঙ্গে বলেছেন, ‘ব্য়ক্তিগত ভাবে আমি সবসময়ই এই বিষয়টিকে ইতিবাচক নিয়েছি। ক্রিকেটের সঙ্গে এখনও আমার দাদুর নাম জড়িয়ে, এর মাধ্যমে আমার দাদুকে মনে রাখা হয়েছে। আমার কাছে এটা অনেক বেশি সম্মানের। ভবিষ্যতেও মানকাড বা মানকাডিং ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেই খুশি হব। আমার কাছে এটি বিশাল সম্মানের।’