AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: বাবরের গ্রিন আর্মির বিরাট চাপ, প্রোটিয়া ম্যাচে নেই তারকা পেসার

Pakistan vs South Africa, ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে টানা ৩ ম্যাচে হেরে বিরাট চাপে বাবর আজমরা। সেই চাপ আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান পাবে না দলের অভিজ্ঞ পেসারকে। যা এই ম্যাচে প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অসুস্থতার কারণে ওই পেসার আজ খেলতে পারবেন না।

ICC World Cup 2023: বাবরের গ্রিন আর্মির বিরাট চাপ, প্রোটিয়া ম্যাচে নেই তারকা পেসার
ICC World Cup 2023: বাবরের গ্রিন আর্মির বিরাট চাপ, প্রোটিয়া ম্যাচে নেই তারকা পেসার Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 9:27 AM
Share

চেন্নাই: শুক্র-দুপুরে চিপকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নামবে পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) একে হারের হ্যাটট্রিকের ক্ষত, তার উপর প্রোটিয়া ম্যাচের আগে শক্তিক্ষয় হল পাক শিবিরে। দলের অভিজ্ঞ পেসার অসুস্থ। যে কারণে তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন না। ফলে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্য কাউকে আজ দেখা যাবে। আসলে জ্বরে ভুগছেন পাক পেসার হাসান আলি (Hasan Ali)। যে কারণে তাঁকে আজকের মরণ-বাঁচন ম্যাচে পাবে না পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসান আলি অসুস্থ। বৃহস্পতিবারও তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। হাসানের বুধবার রাত থেকে জ্বর। তিনি আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন বটে। কিন্তু পাক টিমের চিকিৎসকরা হাসান আলিকে এই মুহূর্তে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে হাসান আলি বিশ্বকাপের বাকি থাকা ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন। ফলে, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর জায়গায় পাকিস্তানের একাদশে দেখা যেতে পারে মহম্মদ ওয়াসিম জুনিয়রকে।

পাক পেসার হাসান আলি অবশ্য পাকিস্তানের বিশ্বকাপের মূল স্কোয়াডে ছিলেন না। তরুণ তুর্কি নাসিম শাহ কাঁধের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলে ডাক পড়ে হাসান আলির। তিনি এখনও অবধি চলতি ওডিআই বিশ্বকাপে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।

টানা ৩ ম্যাচ হেরে বিরাট চাপে বাবরের গ্রিন আর্মি। এই পরিস্থিতিতে মরণ-বাঁচন ম্যাচে হাসান আলিকে না পাওয়াটা ভোগাতে পারে পাক শিবিরকে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাবরদের আর ৪টি ম্যাচ বাকি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানের কাছে তাই বাকি থাকা প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। এই চার ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। না হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে দেশে ফিরতে হতে পারে বাবর-শাহিন-রিজওয়ানদের।