AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: শুধু রিঙ্কু সিংই নন, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে নজরে যাঁরা…

Duleep Trophy 2024: দলীপ ট্রফির খেলা হচ্ছে দুটি ভেনুতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু। অনন্তপুরে মুখোমুখি হবে ভারত এ ও ডি দল। বেঙ্গালুরুতে মুখোমুখি ভারত বি ও সি দল।

Rinku Singh: শুধু রিঙ্কু সিংই নন, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে নজরে যাঁরা...
Image Credit: BCCI Domestic X
| Updated on: Sep 11, 2024 | 9:32 PM
Share

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে। কাল চেন্নাইতে শিবিরও শুরু হচ্ছে ভারতীয় দলের। টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া বাকিরা দলীপের প্রথম রাউন্ড খেলে শিবিরে যোগ দিচ্ছেন। তবে সরফরাজ খানকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও খেলার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। দলীপ ট্রফির খেলা হচ্ছে দুটি ভেনুতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু। অনন্তপুরে মুখোমুখি হবে ভারত এ ও ডি দল। বেঙ্গালুরুতে মুখোমুখি ভারত বি ও সি দল।

শুভমন গিল টেস্ট স্কোয়াডে থাকায় ভারত এ-দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সিনিয়র প্লেয়ার মায়াঙ্ক আগরওয়ালকে। বাকি চার দলের অধিনায়ক একই রয়েছেন। তেমনই ভারত সি-দল অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। ভারত বি-দলে রাখা হয়েছে তাঁকে। প্রথম শ্রেনির ক্রিকেটে ভালো পারফরম্যান্স রয়েছে তাঁর। জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এক সাক্ষাৎকারে বলেছিলেন, রিঙ্কু সিং টেস্ট খেলার জন্য প্রস্তুত। এখনও অবধি টেস্ট স্কোয়াডে ডাক পাননি। তবে দৌড়ে যে রয়েছেন, বলাই যায়। দলীপ ট্রফিতে দক্ষতা প্রমাণের একটা সুযোগ পাবেন রিঙ্কু।

টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে জায়গা ধরে রাখা নিয়ে সংশয় রয়েছে সরফরাজ খানের। স্কোয়াডে রয়েছেন লোকেশ রাহুল। ফলে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে সরফরাজের জায়গায় দেখা যেতে পারে রাহুলকেই। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সরফরাজ অবিশ্বাস্য় পারফর্ম করে দিলে, টিম ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হবে। স্পিনারদের কী ভাবে সামলান, সেদিকেও বাড়তি নজর থাকবে। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। ফলে প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সম্ভাবনাও থাকবে। দলীপে যাঁরা খেলছেন, তাঁদের কাছে প্রতিটি ম্যাচই মহড়া।

স্পিনারদের মধ্যে বাড়তি নজর থাকবে ওয়াশিংটন সুন্দর ও মানব সুতারের দিকে। প্রথম ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন বাঁ হাতি স্পিনার মানব সুতার। ব্যাট হাতেও ভরসা দিয়েছেন। ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্সের দিকে আলাদা নজর থাকবে। রবিচন্দ্রন অশ্বিনের ব্যাক আপ প্রয়োজন হলে, ওয়াশিংটন সুযোগ পেতে পারেন।

অনন্তপুরে মুখোমুখি হবে ভারত এ ও ডি দল। বেঙ্গালুরুতে মুখোমুখি ভারত বি ও সি দল। দুটি ম্যাচই দেখা যাবে জিও সিনেমাতে। ম্যাচ শুরু সকাল ৯.৩০ থেকে।

ভারত এ দল-মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, তিলক ভার্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াদকড়, সেখ রশিদ, শামস মুলানি, আকিব খান

ভারত বি দল-অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), সরফরাজ খান, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত অবস্তি, নারায়ণ জগদীশন, সূয়াশ প্রভুদেশাই, রিঙ্কু সিং, হিমাংশু মন্ত্রী

ভারত সি দল-ঋতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল, বাবা ইন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুতার, গৌরব যাদব, বিজয়কুমার বিশাখ, অংশুল কম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মারকান্ডে, আর্য জুয়েল, সন্দীপ ওয়ারিয়ের

ভারত ডি দল- শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কাল, রিকি ভুই, সারাংশ জৈন, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, আকাশ সেনগুপ্ত, শ্রীকার ভরত, সৌরভ কুমার, সঞ্জু স্যামসন, নিশান্ত সিন্ধু, বিদ্বথ কাবেরাপ্পা।