KL Rahul: ভিডিয়ো: আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল… যে স্লোগানে গমগম করল বেঙ্গালুরু

Sep 07, 2024 | 8:05 PM

Watch Video: এখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচে ব্যস্ত লোকেশ রাহুল। সেখানে তাঁকে দেখে আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল বলে স্লোগান দিচ্ছিলেন দর্শকরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

KL Rahul: ভিডিয়ো: আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল... যে স্লোগানে গমগম করল বেঙ্গালুরু
KL Rahul: ভিডিয়ো: আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল... যে স্লোগানে গমগম করল বেঙ্গালুরু
Image Credit source: X

Follow Us

কলকাতা: বেঙ্গালুরুর ছেলে তিনি। একটা সময় আরসিবির জার্সিতে টানা ৩ বছর খেলেছেন। ২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টস তাঁর ঠিকানা। কথা হচ্ছে লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে। ১৭তম আইপিএলে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা ও রাহুলের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল এক ম্যাচের শেষে লখনউ মালিক প্রকাশ্যে ধমক দিচ্ছেন রাহুলকে। তারপর থেকে শোনা যাচ্ছিল, রাহুলকে পঁচিশের আইপিএলে অন্য টিমে খেলতে দেখা যাবে। বার বার উঠে আসছিল আরসিবির নাম। এখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচে ব্যস্ত লোকেশ রাহুল। সেখানে তাঁকে দেখে আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল বলে স্লোগান দিচ্ছিলেন দর্শকরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বেঙ্গালুরু আরসিবির ঘরের মাঠ। সেখানে লোকেশ রাহুল দলীপের ম্যাচ খেলতে নামার সময় গ্যালারিতে থাকা দর্শকরা একসঙ্গে বলতে থাকেন, ‘আরসিবি ক্যাপ্টেন কেএল রাহুল।’ সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অনেক সমর্থক মন থেকে চান রাহুলকে তাঁদের প্রিয় টিমে দেখতে। আপাতত ইন্ডিয়া-এ টিমের হয়ে প্রথম ইনিংসে চারে নেমেছিলেন লোকেশ রাহুল। ১১১ বলে ৩৭ রান করেন রাহুল।

এই খবরটিও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপর এক ভিডিয়োতে দেখা যায় আরসিবির ভক্তদের একই আর্জি। আরসিবি জার্সি পরা খুদে ফ্যান থেকে শুরু করে অনেকেই পঁচিশের আইপিএলে লোকেশ রাহুলকে বেঙ্গালুরু টিমে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। তাঁকে লখনউ ধরে রাখবে কিনা, তা একেবারে একশো শতাংশ নিশ্চিত নয়। কয়েক দিন আগে অবশ্য লখনউ মালিক সঞ্জীব ক্যাপ্টেন রাহুলের অনেক প্রশংসা করেছিলেন। কিন্তু পরিষ্কার জানাননি যে তাঁকে রিটেইন করা হবে বলে।

Next Article