ICC World Cup 2023: শনিবারের ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন, বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির

Eden Gardens: বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সের সংস্কার হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। এ বার সেখানে শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন।

ICC World Cup 2023: শনিবারের ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন, বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির
ICC World Cup 2023: শনিবারের ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন, বিরাটের জন্মদিনের জন্য বিশেষ ভাবনা সিএবির
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 12:02 AM

দুর্গাপুজোর আমেজ এখনও কাটেনি। তার মাঝে আরও উজ্জ্বল হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। এরই মধ্যে বিশ্বকাপের (ICC ODI World Cup) জন্য কলকাতায় চলে এসেছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস টিম। অবশ্য বাংলাদেশ দলের সঙ্গে কলকাতায় আসেননি ক্য়াপ্টেন সাকিব আল হাসান। তিনি ছেলেবেলার কোচের কাছে অনুশীলনের জন্য বাংলাদেশে গিয়েছেন। ফিরবেন শনিবারের ম্যাচের আগে। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন। ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে টাইগার্স ও ডাচরা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। তারপর ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে রয়েছে ভারতের ম্যাচ। সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইডেনে গতকাল বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন ছিল। তাতে দলের সকল প্লেয়াররা অনুশীলন করেননি। তিলোত্তমায় আজ মেগা কার্নিভাল। কলকাতা এবং শহরতলির শতাধিক পুজো কমিটি তাদের সুসজ্জিত ট্যাবলোয় দেবী প্রতিমা নিয়ে সামিল হবে রেড রোডে, দুর্গাপুজোর কার্নিভালে। কার্নিভালের কারণে আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুটো টিমই একসঙ্গে অনুশীলন করবে। দুপুর ১টা থেকে হবে দুই দলের অনুশীলন। সন্ধেবেলায় নেদারল্যান্ডসের অনুশীলন করার কথা ছিল। কিন্তু কার্নিভেলের জন্য তা এগিয়ে আনা হয়েছে।

বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। এ বার সেখানে শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন হলেও, প্রচুর ক্রিকেট প্রেমীর নজর ৫ নভেম্বরে। কারণ, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই আবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।

এদিকে ৩১ অক্টোবর ক্রিকেটর নন্দনকাননে রয়েছে পাকিস্তানের ম্যাচ। তাই সেখানে পাক দলের কোনও নিরাপত্তা টিম কি ইডেন পরিদর্শনে আসছেন? এই প্রশ্ন উঠলেও, তাতে অবশ্য কোনও উত্তর পাওয়া যায়নি। এদিকে সব ভালোর মধ্যেই দুর্ঘটনার কবলে ইডেন। বৃহস্পতিবার দুপুর ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। আসলে ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছে।