Bangla NewsSportsCricket news Eight Captains With Most Wins in Champions Trophy, MS Dhoni not in top Three check detail in Photos
Champions Trophy: ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি জয়, ধোনি কত নম্বরে?
Most Win As Captain In CT: দীর্ঘ দিন পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার ২০১৭ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। যাঁকে ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়। সেরা আটটি টিম অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত শেষ বার এই টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্স। শুধু ট্রফি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয় কার?